কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আক্রমণ করবেন না এটা হতে পারে না। রাজ্য সরকারের যে কোন ইস্যু হোক কিংবা তৃণমূল কংগ্রেস দলের ইস্যু, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিনিয়ত নিশানা করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবারে উপ নির্বাচন ইস্যুতে হোক নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে তাঁকে নিশানা করলেন তিনি। এবার দিলীপের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় পাগল হয়ে যাচ্ছেন! কিন্তু কেন হঠাৎ এই কথা বললেন তিনি?
আরও পড়ুন- BREAKING: পুলিশ নিয়োগে কারচুপি, হাই কোর্টের প্রশ্নের মুখে রাজ্য সরকার
আসলে রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতির কথা মাথায় রেখে একাধিক বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। প্রায় দুই মাস অতিক্রান্ত হয়ে গেছে লোকাল ট্রেন বন্ধ, নাইট কার্ফু চলছে রাজ্যে। শিক্ষা প্রতিষ্ঠান এখনো খোলা সম্ভব হয়নি। কিন্তু রাজ্য সরকার এবার উপনির্বাচন করতে উঠে পড়ে লেগেছে, ঠিক এই জায়গাতেই চরম বিরোধিতা করছে বিজেপি শিবির। প্রথম থেকেই তাদের বক্তব্য যে, সরকার লোকাল ট্রেন চালাতে পারছে না আর এখন নির্বাচন করাতে চাইছে রাজ্যে। এই ইস্যুতেই এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রী থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পাগল হয়ে যাচ্ছেন এবং তাই জন্য রাজ্যের সকল মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়ে করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই উপনির্বাচন করাতে চাইছেন। দিলীপের সাফ কথা, রাজ্যের ভাইরাস পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আসেনি, তার পরেও রাজ্যে ভোট করাতে চাইছে তৃণমূল।
আরও পড়ুন- বাংলায় নির্বাচনের রণকৌশলই ভুল ছিল! মানতে ‘বাধ্য’ হল বিজেপি
আসলে এখনও রাজ্যে একাধিক কেন্দ্রে নির্বাচন করতে হবে। নন্দীগ্রামে ভোটে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই নিয়ম অনুযায়ী আগামী ৬ মাসের মধ্যে তাকে নির্বাচনে জিতে আসতে হত। মে মাসের ফলাফল ঘোষণার পর নভেম্বর মাসের মধ্যে উপনির্বাচন করতে হবে। কিন্তু আপাতত করোনাভাইরাস পরিস্থিতির জন্য সেই নির্বাচন হওয়া কতটা সম্ভব তা এখনও হলফ করে বলা যাচ্ছে না। কিন্তু ইতিমধ্যেই একাধিকবার তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে যে, রাজ্যের যে কেন্দ্রগুলিতে নির্বাচন সংঘটিত হবে সেখানে কোভিড প্রায় শূন্য। কিন্তু বিজেপি প্রথম থেকেই এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে আসছে।