বদলি রুখতে এবার হাই কোর্টে বিষ পান করা পাঁচ শিক্ষিকা

বদলি রুখতে এবার হাই কোর্টে বিষ পান করা পাঁচ শিক্ষিকা

9edf58daa756450c3da28b4b1cf2851d

কলকাতা:  বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে বদলির প্রতিবাদে বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন পাঁচ শিক্ষিকা৷ ওই পাঁচ শিক্ষিকার মধ্যে ৩ জনের অবস্থা এখনও উদ্বেগজনক৷ ২ জন স্থিতিশীল৷ প্রতিবাদরত পাঁচ এসএসকে শিক্ষিকা এবার মামলা দায়ের করলেন কলকাতা হাইকোর্টে৷ 

আরও পড়ুন- ভালো কাজ করলেই পদন্নোতি, বিনামূল্য নার্স-চিকিৎসকদের জমি, ঘোষণা মমতার

জোৎস্না টুডু, শিখা দাস, পুতুল জানা মণ্ডলের দায়ের করা মামলার শুনানি হবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে৷ সম্ভবত আগামী সপ্তাহেই হবে শুনানি৷ তাঁদের মূল দাবি, বাড়ি থেকে কয়েকশো কিলোমিটার দূরে বদলি করা হল কোন আইনে?  শিশু শিক্ষা কেন্দ্রের নীতি লঙ্ঘন করে এই বদলি করা হয়েছে৷ অভিযোগ, শিশু শিক্ষা কেন্দ্রে কাজের রীতি ভেঙেছেন এসএসকে ডিরেক্টর। এই বদলির সিদ্ধান্ত বাতিল করার দাবি জানিয়েই মামলা। এই শিক্ষিকাদের পাশাপাশি বদলি হওয়া বাকি শিক্ষিকারাও মামলা দায়ের করেছেন৷ 

আরও পড়ুন- কোটি কোটি টাকা নিয়ে ফেরার, চিট ফাণ্ড সংস্থার ডিরেক্টরদের হাজিরার নির্দেশে হাই কোর্টের

অভিযোগ, দক্ষিণ ২৪ পরগণা থেকে এই শিক্ষিকাদের একেবারে উত্তরবঙ্গে বদলি করা হয়েছে৷ কোচবিহারের দিনহাটার স্কুলে তাঁদের পাঠিয়ে দেওয়া হয়েছে৷ কিন্তু কেন এই বদলি, তার কারণ জানানো হয়নি নির্দেশে৷ উল্লেখ্য, এর আগেও বেতন বৃদ্ধির দাবিতে সোচ্চার হয়েছিল  শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সদস্যরা৷ সম্প্রতি নবান্নের দুয়ারে গিয়ে আন্দোলন করেন তাঁরা৷ আর এর পরেই আসে বদলির নির্দেশ৷ কেন বদলি তা অবিলম্বে না জানানো হলে নির্দেশ বাতিল করতে হবে বলে দাবি তাঁদের৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *