ভালো কাজ করলেই পদন্নোতি, বিনামূল্য নার্স-চিকিৎসকদের জমি, ঘোষণা মমতার

ভালো কাজ করলেই পদন্নোতি, বিনামূল্য নার্স-চিকিৎসকদের জমি, ঘোষণা মমতার

3dea820b10b8c3b130e888fdaea635ab

কলকাতা:  এসএসকেএম-এ স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আলোচনা করেছেন বিভিন্ন সমস্য নিয়ে৷ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, এসএসকেএম হাসপাতালের সঙ্গে টাটা ক্যান্সার সেন্টার যৌথ ভাবে কাজ শুরু করতে চলেছে৷ এ কথা আগেই ঘোষণা করা হয়েছে৷ পাশাপাশি আরও কিছু বিষয়ে আলোচনা হয়েছে৷ 

আরও পড়ুন-কোটি কোটি টাকা নিয়ে ফেরার, চিট ফাণ্ড সংস্থার ডিরেক্টরদের হাজিরার নির্দেশে হাই কোর্টের

মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৬ তারিখ বিকেল ৪ টের সময় কলকাতার ৫টি মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের সঙ্গে এসএসকেএম-এ বৈঠকে বসবেন তিনি ও স্বাস্থ্য সচিব৷ তিনি আরও বলেন, আইপিএস, আইএস, ডব্লিউবিসিএস ও সাংবাদিকদের গ্রান্ট দেওয়া হয়েছে৷ তাঁরা নিজেরা বাড়ি তৈরি করে নিচ্ছে৷ তবে চিকিৎসক ও নার্সদের বিষয়ে এখনও পর্যন্ত  চিন্তা করা হয়নি৷ এ বিষয়ে হিডকোর চেয়ারম্যান ববি হাকিমকে তিনি বলেছেন,  ১০ একর জমি খুঁজে বার করে দেওয়ার জন্য৷ যেখানে চিকিৎসক ও নার্সরা চাইলে হাউজিং করতে পারবেন৷ বিনামূল্য জমি দেবে সরকার৷ 

মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে চিকিৎসকের অভাব আছে৷ অনেক সময় চাইলেও চিকিৎসক পাওয়া যায় না৷ কোয়াক ডাক্তারদের ইতিমধ্যেই কাজে লাগানো হয়েছে৷ তাঁদের প্রাইমারি হেলথ সেকসনের কিছু গাইডলাইন দিয়ে গ্রামে গ্রামে কাজ করানো যেতে পারে৷ তাঁর কথায়, ডাক্তারদের গাইডলাইন মেনে জুনিয়র ডাক্তার ও নার্সরাই আসল কাজটা করে৷ তাঁরা গুরুত্ব সহকারেই কাজ করেন৷ অনেক সিস্টার আবার চিকিৎসকের সমকক্ষ কাজ করতে পারেন অভিজ্ঞতা দিয়ে৷

মুখ্যমন্ত্রী বলেন, এখানে সিস্টারদের পাশাপাশি ব্রাদারদেরও কাজের অনুমতি দেওয়া হয়েছে৷ যাঁরা ভালো কাজ করলে পদোন্নতির সুযোগ থাকবে৷  সেক্ষেত্রে সিস্টারদের বলা হবে প্র্যাক্টিসনার সিস্টার৷ অর্থাৎ তাঁরা প্র্যাক্টিস করতে পারবেন৷ এতে চিকিৎসকদের চাহিদাটাও অনেকটা পূরণ হবে৷ পাশাপাশি তিনি জানান এসএসকেএম-এর জন্য একটি হোস্টেলও করা হবে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *