বিষ-কাণ্ডে পুলিশি ব্যর্থতা? আরও জোরদার আন্দোলনের সম্ভাবনা, সতর্ক করল গোয়েন্দা বিভাগ

বিষ-কাণ্ডে পুলিশি ব্যর্থতা? আরও জোরদার আন্দোলনের সম্ভাবনা, সতর্ক করল গোয়েন্দা বিভাগ

9edf58daa756450c3da28b4b1cf2851d

কলকাতা:  বদলির প্রতিবাদে বিকাশ ভবনের সামনে পাঁচ শিক্ষিকার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টায় তোলপাড় রাজ্য৷ শুরু হয়েছে রাজনৈতির তরজা৷ এরই মধ্যে বিষ-কাণ্ডে রাজ্য পুলিশকে সতর্ক করল গোয়েন্দা দফতর৷ তবে কি বিষ কাণ্ডে পুলিশি ব্যর্থতা?

আরও পড়ুন- অনলাইনে প্রতারণার ফাঁদে ছাত্র, ৮১ হাজার টাকা খুইয়ে অসহায় পরিবার

প্রসঙ্গত, সাম্প্রতিক কালে দেখা গিয়ছে কখনও মন্ত্রীদের বাড়ির সামনে বিক্ষোভ হচ্ছে৷ কখনও আবার বিক্ষোভ হচ্ছে নবান্নের দুয়ারে৷ শুধু তাই নয়, দিন দুই আগে বিকাশ ভবনের সামনে যে ভাবে আন্দোলনরত পাঁচ শিক্ষিকা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন, সেই পরিপ্রেক্ষিতে এবার উঠে এল পুলিশি ব্যর্থতার প্রসঙ্গ৷ রাজ্য পুলিশকে সতর্ক করে দিল গোয়েন্দা দফতর৷ আইনশৃঙ্খলার সমস্যা এড়াতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হল রাজ্য পুলিশকে৷ পাশাপাশি আরও জোরদার আন্দোলনের আশঙ্কাও প্রকাশ করা হয়েছে চিঠিতে৷ 

উল্লেখ্য, গোয়েন্দা দফতরের তরফে জেলা ও পুলিশ কমিশনারেটকে চিঠি দেওয়া হয়েছে৷ পাশাপাশি সংশ্লিষ্ট জেলা পুলিশ আধিকারিকদেরও আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷ যাতে স্থানীয়ভাবে এই ধরনের কোনও আন্দোলন বা গন্ডোগোল হয়, সেক্ষেত্রে যাতে দ্রুত খবর সংগ্রহ করা সম্ভব হয়৷ 

আরও পড়ুন- বহিষ্কারের পরই ঘাসফুলে ফিরলেন বিজেপির দুই নেতা-নেত্রী

এদিকে বিষ পান করা পাঁচ শিক্ষিকা এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন৷ তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা উদ্বেগজনক৷ তাঁদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় স্বতঃপ্রণোদিত মামলা করেছে পুলিশ৷ এরই মধ্যে বদলি রুখতে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বরস্থ হয়েছেন তাঁরা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *