কলকাতা: অ্যাপ ক্যাব বুক করে চালককে মারধর, টাকা পয়সা, মোবাইল সহ গাড়ি ছিনতাইয়ের ঘটনা খাস কলকাতায়৷ ঘটনার তদন্তে নেমে ছ’জনকে গ্রেফতার করল রাজারহাট থানার পুলিশ। ধৃতদের নাম হল রাজু মজুমদার, শিভম শর্মা, বিশু কর্মকার, মোহাম্মদ সরফরাজ, তাপস মণ্ডল ও পরীক্ষিত রায়।
আরও পড়ুন- তৃণমূলের সঙ্গে জোট বাঁধছে সিপিএম? বিমানের মন্তব্যে শোরগোল
চলতি মাসের ৮ তারিখ রাজারহাট কাজিয়াল পাড়ার কাছে বেশ কয়েকজন যুবক অ্যাপ ক্যাব বুক করে। এরপর গাড়িতে উঠে চালকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকা পয়সা ছিনতাই করে৷ তার পর চালককে মারধর করে গাড়ি থেকে ফেলে দিয়ে গাড়ি নিয়ে চম্পট দেয়৷ রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেন ওই অ্যাপ ক্যাব চালক রাজা যাদব। ওই দিনই গাড়িটিকে উদ্ধার করে পুলিশ৷ তবে খোঁজ মিলছিল না দুষ্কৃতীদের। পরে বাগুইআটি এলাকা থেকে রাজু মজুমদার এবং শিভম শর্মাকে গ্রেফতার করে পুলিশ। ওই দু’জনকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ পায় পুলিশ। নদিয়ার ধানতলা এলাকা থেকে বিশু কর্মকার ও মোহাম্মদ সারফারাজ ও নদিয়া থেকে তাপস মণ্ডল ও পরীক্ষিত রায়কে গ্রেফতার করা হয়৷ আজ ধৃত ছয় জনকে বারাসাত আদালতে তোলা হয়৷ নিজেদের হেফাজতে নিয়ে গোটা বিষয়ে তদন্ত করবে পুলিশ। এই দুষ্কৃতীদের সঙ্গে আরও কারা কারা জড়িত আছে সেই বিষয়ে তদন্ত করছে রাজারহাট থানার পুলিশ।