রাজ্যে নতুন আতঙ্ক! করোনার দোসর হয়ে ফের চোখ রাঙাচ্ছে স্ক্রাব টাইফাস

রাজ্যে নতুন আতঙ্ক! করোনার দোসর হয়ে ফের চোখ রাঙাচ্ছে স্ক্রাব টাইফাস

কলকাতা:  করোনার দোসর হয়ে হানা দিয়েছে স্ক্রাব টাইফাস৷ জ্বর এলে আর অবহেলা নয়৷ গত দেড় মাসে রাজ্যে অনেকটাই বেড়েছে স্ক্র্যাব টাইফাসের সংখ্যা৷ তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খেলেই বাড়তে পারে বিপদ৷ কলকাতার প্রায় সমস্ত সরকারি হাসপাতালেই আক্রান্ত সন্দেহে ভর্তি রয়েছেন বেশ কয়েকজন৷ আরজিকর, এসএসকেএম, ইনস্টিটিউট অফ চাইন্ড হেলথে গেলেই খোঁজ মিলবে ২-৩ জন স্ক্র্যাব টাইফাসে আক্রান্তের৷ 

আরও পড়ুন- অন্যের হয়ে বি.টেক প্রবেশিকা! নিউটাউন থেকে ধরা পড়ল ভুয়ো পরীক্ষার্থী

চিকিৎসক প্রসূন গিরি বলেন, গত এক থেকে দুই মাসের মধ্যে ৫০-এর বেশি স্ক্র্যাব টাইফাসে আক্রান্ত রোগী পেয়েছি৷ তাঁদের মধ্যে ৫-৬ জন আশঙ্কা জনক ছিলেন৷ আইসিইউ-তে রেখে চিকিৎসা করতে হয়েছে৷ বিধি নিষেধ কিছুটা কমতেই বাচ্চাদের আউটডোর অ্যাকটিভিস কিছুটা বেড়েছে৷ ফলে বাড়ছে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও৷ বিশেষজ্ঞরা বলছেন, ট্রম্বিকিউলিড মাইটস নামে এক ধরনের মাকড়ের কামড়ে শরীরে স্ক্র্যাব টাইফাস ব্যকটেরিয়া ঢোকে৷ রোগের প্রাথমিক উপসর্গ ডেঙ্গির মতো৷ প্রথমে জ্বর, তার সঙ্গে সারা শরীরে প্রচণ্ড যন্ত্রণা, চোখের পিছনে ব্যথা, বমি, গায়ে ব়্যাশ৷ জ্বর ১০২, ১০৩, ১০৪ বা ১০৫ ও হতে পারে৷ চিকিৎসকরা জানাচ্ছেন, আক্রান্তদের অধিকাংশই কলকাতা ও পার্শ্ববর্তী জেলা থেকে আসছে৷ সঠিক সময়ে চিকিৎসা না হলে রোগী কোমায় চলে যেতে পারে, মাল্টি অর্গান ফেলিওর হতে পারে৷ তবে দ্রুত রোগ ধরা পড়লে বিশেষ অ্যান্টিবায়োটিকে সেরে ওঠা সম্ভব৷ নাহলেই বিপদ৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *