কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে লক্ষ্য উত্তর-পূর্ব ভারত। সেই কারণে ঘাসফুল শিবিরের নিশানায় রয়েছে অসম এবং ত্রিপুরা। ইতিমধ্যেই ত্রিপুরার সফরে গিয়েছে তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দল এবং সেখানে কী হয়েছে তা সকলেই জানেন। তবে হাল কিছুতেই ছাড়বে না ঘাসফুল শিবির। তাই এবার সদ্য দলে যোগদানকারী শিলচরের নেত্রী সুস্মিতা দেবকে সেখানে পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সূত্রের খবর এমনটাই। এদিকে আরও জানা গিয়েছে যে ফের একবার ত্রিপুরা সফরে যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
আরও পড়ুন- নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে চা চক্রে দিলীপ? আমন্ত্রণ বাড়ির কালি পুজোতেও
সূত্র মারফত জানা গিয়েছে, আগামী বুধবার অর্থাৎ ১ সেপ্টেম্বর ত্রিপুরা সফরে যেতে পারেন সুস্মিতা দেব। প্রায় পনেরো দিনের কর্মসূচি রয়েছে তাঁর সেখানে। একই সঙ্গে জানা যাচ্ছে যে সুস্মিতার পর আগামী ৩ তারিখ পুনরায় ত্রিপুরা যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অর্থাৎ এই দুই নেতা নেত্রীর ঝটিকা সফরের ফলে ত্রিপুরায় যে তৃণমূল কংগ্রেস নিজেদের সংগঠন আরো মজবুত করার চেষ্টা করবে তাতে কোনো সন্দেহ নেই। এর আগে যতবার তৃণমূল প্রতিনিধি দল ত্রিপুরায় গিয়েছে ততবার বিরোধিতার মুখে পড়েছে। এমনকি দলের নেতাদের গ্রেফতার পর্যন্ত করা হয়েছে এবং কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ত্রিপুরার একাংশ। তবে নিজেদের সংগঠন মজবুত করার কাজ কোনো ভাবেই বন্ধ করতে চায় না বাংলার শাসক শিবির। তাই আবারও ত্রিপুরাতে ঘাসফুলের ধ্বজা ওড়ানোর লক্ষ্যে পাঠানো হচ্ছে প্রতিনিধি।
আরও পড়ুন- সদ্য নির্বাচিত বিধায়ক যোগ দিলেন তৃণমূলে! বাংলায় বড় ভাঙন বিজেপিতে
আরো ইঙ্গিত মিলেছে, এই সফরের মাঝেই ত্রিপুরার বেশ কয়েকজন নেতা ঘাসফুল শিবিরে যোগদান করতে পারেন। অতএব ত্রিপুরায় নিজেদের সংগঠন আরো মজবুত করতে যে এই দু’জনকে সেখানে পাঠাচ্ছে শীর্ষ নেতৃত্ব তা এক কথায় স্পষ্ট। উল্লেখ্য, কলকাতায় এসে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন অসমের নেত্রী সুস্মিতা দেব। তার আগে সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখে দলের সদস্যপদ ছাড়ার ঘোষণা করেছিলেন প্রাক্তন এই সাংসদ৷