উপাচার্যের বাড়ির সামনেই ছাত্রীদের শ্লীলতাহানী, উত্তাল অশান্তির আগুনে দগ্ধ বিশ্বভারতী

উপাচার্যের বাড়ির সামনেই ছাত্রীদের শ্লীলতাহানী, উত্তাল অশান্তির আগুনে দগ্ধ বিশ্বভারতী

7ccf1eceb095ea82a7d387e38101df50

 

কলকাতা:  টানা চার দিন ধরে আশান্তি চলছে বিশ্বভারতীয় দুয়ারে৷ এবার সেই বিক্ষোভের আগুনেই যেন ঘৃতাহুতি পড়ল৷ মঙ্গলবার সকালে বিক্ষোভের মাঝেই ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে উত্তাল শান্তিনিকেতন৷ অভিযোগ, এদিন সকালে উপাচার্যের বাড়ির গেটে ব্যনার লাগানোর সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের শ্লীলতাহানি করে বিশ্বভারতীয় পুরুষ নিরাপত্তাকর্মীরা৷   

আরও পড়ুন- ‘উনিশে হাফ, একুশে সাফ?’ ‘হারের কারণ বিশ্লেষণে ভয় পাচ্ছে BJP ’, টুইটে খোঁচা তথাগতর

এদিন সকালই উপাচার্যের বাড়ির সামনে চলছিল বিক্ষোভ৷ উপাচার্যের বাড়ির গেটে ব্যানার লাগানোর সময়েই বিশ্বভারতীর পুরুষ নিরাপত্তাবাহিনী ছাত্রীদের শ্লীলতাহানি করে৷ তাঁদের সঙ্গে অশালীন ব্যবহার করা হয় বলে অভিযোগ৷ এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে৷ প্রসঙ্গত, আজ দুপুরে উপাচার্যের বাড়ির সামনে থেকে একটি মিছিল বেরনোর কথাও রয়েছে৷ ওই মিছিলে অংশ নেবেন বাম নেত্রী ঐশী ঘোষ৷ উপস্থিত থাকবেন বাম সমর্থন অভিনেত্রী বাদশা মৈত্রও৷ 

গত শুক্রবার থেকেই বিক্ষোভ চলছে শান্তিনিকেতনে৷ সেদিন থেকেই গৃহবন্দি রয়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী৷ এই অবস্থাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়৷ সেখানে বলা হয়,  উপাচার্য বিশ্বভারতীর অ্যাডমিশন কমিটির চেয়ারম্যান। তিনি অফিসে আসতে না পারায় ভর্তি প্রক্রিয়া বন্ধ করা হল৷ ফলে ভর্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন পড়ুয়ারাও৷ 

আরও পড়ুন- বিজেপির ইস্তেহার বানাতেন! প্রয়াত বুদ্ধদেব গুহকে নিয়ে বিতর্কিত দাবি তথাগতের

গতকাল  উপাচার্যের বাড়ির সামনে ব্যানার লাগানোকে কেন্দ্র করেও উত্তপ্ত হয় উঠেছিল বিশ্বভারতী। পড়ুয়ারা ওই ব্যানার লাগাতে গেলে নিরাপত্তারক্ষীরা তাঁদের বাধা দেয়৷ এর পরেই তুলকালাম কাণ্ড বাধে৷ শুরু হয়ে যায় ধস্তাধস্তি, হাতাহাতি। বেশ কিছুক্ষণ ধরে এই পরিস্থিতি চলতে থাকে। পড়ুয়াদের অভিযোগ, তাদের ধাক্কাধাক্কি করেছে নিরাপত্তারক্ষীরা। উল্লেখ্য, ছাত্রদের বরখাস্ত করা নিয়ে গত চার দিন  ধরে পড়ুয়ারা ঘেরাও কর্মসূচি চালাচ্ছে৷ এখনও তাঁদের সঙ্গে কথা বলেনি কর্তৃপক্ষ৷ এরই মধ্যে আজ শ্লীলতাহানির অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্বভারতী৷ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *