দিঘায় প্রবল জলোচ্ছ্বাস, গার্ডওয়াল টপকে জল ঢুকল শহরে, ভাসল গ্রাম

দিঘায় প্রবল জলোচ্ছ্বাস, গার্ডওয়াল টপকে জল ঢুকল শহরে, ভাসল গ্রাম

3fbfc2c27976d027411def8eba47faed

 

দিঘা:  কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ সকাল থেকেই ভারী বৃষ্টি৷ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া৷ বঙ্গোপসাগরের উপরে তৈরি নিম্নচাপের জেরেই এই বৃষ্টি৷ এই নিম্নচাপ ক্রমশ ওডিশার দিকে সরে যাওয়ায় উপকূলবর্তী তিন জেলায় এর প্রভাব পড়েছে সবচেয়ে বেশি৷ পাশাপাশি বৃষ্টি হচ্ছে হাওড়া, হুগলি, বাঁকুড়াতেও৷ ইতিমধ্যেই দিঘার উপকূল জুড়ে দেখা দিয়েছে জলচ্ছ্বাস৷ গার্ডওয়াল টপকে জল ঢুকছে শহরে৷ এদিকে কাঁথির শৌলায় বাঁধ না থাকায় জল ঢুকে পড়েছে গ্রামের ভিতরে৷

আরও পড়ুন-  তৃণমূলে যোগ দিচ্ছেন চন্দনা? ফেসবুকে জবাব বিধায়কের

দিঘায় উত্তাল সমুদ্র৷ শহর ভাসছে সাগরের জলে৷ বাজার এলাকায় জল থইথই করছে৷ কৌশিকী অমাবস্যার ভরা কোটালের জেরেই এই জলোচ্ছ্বাস৷  প্রায় ৩০ ফুট উঁচুতে ঢেউ উঠছে বলে জানা গিয়েছে৷ মঙ্গলবার সকাল থেকেই উত্তাল হতে শুরু করে দীঘার সমুদ্র। পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ উপকূলবর্তী এলাকায় নজরদারি চালাচ্ছে পুলিশ। জলে না নামলেও সমুদ্রের জলোচ্ছ্বাস দেখতে সাগর পাড়ে ভিড় জমিয়েছিলেন পর্যটকরা। অনেকেই জানিয়েছেন, এত উঁচু ঢেউ তাঁরা আগে কখনও দেখেননি। গার্ডওয়াল টপকে জল ঢুকে গিয়েছে একেবারে শহরের ভিতরে। সৈকত লাগোয়া কিছু হোটেল ও রিসর্টের ভিতরেও জল ঢুকে গিয়েছে বলে খবর৷ 

আরও পড়ুন- ভুয়ো ভ্যাকসিনকাণ্ড: দেবাঞ্জন দেবকে জেলে গিয়ে জেরা করার অনুমতি পেল ED

অন্যদিকে, জলোচ্ছ্বাসের ফলে গ্রামাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে৷ মাস খানেক আগেই যশের দাপটে লন্ডভন্ড হয়েছিল দিঘা৷ জলের তলার চলে গিয়েছিল বহু কাঁচা বাড়ি। ক্ষতিগ্রস্ত হন স্থানী. মানুষজন। দিঘার বাঁধ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন করে ভেঙে যাওয়া বাঁধ নির্মাণের কাজও শুরু করা হয়েছিল প্রশাসনের তরফে। এর মধ্যে ফের ভরা কোটালের জেরে শুরু জলোচ্ছ্বাস৷ অন্যদিকে, দিঘা উপকূল থেকে ১০ কিলোমিটার দূরে নামখানা থেকে আসা একটি ট্রলার সমুদ্রে ডুবে গিয়েছে৷ মৎস্যজীবীদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *