শুভেন্দু ঘনিষ্ঠ হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে রক্ষাকবচ দিল না হাইকোর্ট

শুভেন্দু ঘনিষ্ঠ হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে রক্ষাকবচ দিল না হাইকোর্ট

989900632e3affe0b2a5624fd2fd0ac9

কলকাতা:  অনুমতি ছাড়া কোনও মামলায় গ্রেফতার করা যাবে না তাঁকে৷ কলকাতা হাইকোর্টের কাছ থেকে গতকালই রক্ষাকবচ পেয়েছিলেন শুভেন্দু অধিকারী৷ কিন্তু শুভেন্দু ঘনিষ্ঠ হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদককে কোনও রক্ষা কবচ দিল না কলকাতা হাইকোর্ট৷ তাঁর বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ রয়েছে৷ যার জেরে এক সপ্তাহ আগে তাঁর অফিসও সিল করে দেয় হলদিয়া থানার পুলিশ।

আরও পড়ুন- রক্ষাকবচকে চ্যালেঞ্জ! শুভেন্দুর বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য

মঙ্গলবার শ্যামল আদককে কোনও রক্ষাকবচ দিল না আদালত৷ পাশাপাশি এখনই মামলা নিষ্পত্তি করলেন না বিচারপতি রাজা শেখর মান্থা। এদিন বিচারপতি বলেন, শুভেন্দু অধিকারীর মামলার সঙ্গে এই মামলার কোনও সামঞ্জস্য নেই৷ উল্লখ্য, ২০১৭ সালে হলদিয়া পুরসভার চেয়ারম্যান ছিলেন শ্যামল আদক। ২০১৮ সালে হলদিয়া ডক থেকে প্রতি লরি পিছু ১০০ টাকা করে তোলা তোলার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে৷ এছাড়াও চেয়ারম্যান থাকাকালীন আত্মীয়ের সংস্থাকে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে৷ 

আরও পড়ুন- ‘দিলীপবাবুর নেতৃত্বটাই তো প্রশ্নচিহ্নের মুখে’, পাল্টা আক্রমণ চন্দ্রিমার

২০২০ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন তিনি৷ সম্প্রতি  হলদিয়া, ভবানীপুর থানা সহ বিভিন্ন থানায় শ্যামল আদকের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়। চলতি বছরেই শ্যামল আদকের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় নিম্ন আদালত। এদিকে এই ঘটনাতেও লেগেছে রাজনীতির রং৷ বিজেপি’র কটাক্ষ, তৃণমূলে থাকাকালীন শ্যামল আদকের কোনও দুর্নীতি সামনে আসেনি। বিজেপিতে যোগ দিতেই তাঁর দুর্নীতি ধরা পড়ে গেল৷ বিজেপি করার জন্যেই এই পদক্ষেপ৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *