কলকাতা: যৌন হেনস্থার অভিোগ থেকে মুক্তি পেলেন খাতনামা কবি তথা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অংশুমান কর। অভিযোগ ছিল, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের প্রেমের জালে জড়িয়ে যৌন হেনস্থা করতেন অধ্যাপক। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন তাঁরই এক ছাত্রী। তাঁর অভিযোগের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয় ওই অধ্যাপককে সাসপেন্ড করে আইসিসির সুপারিশ অনুযায়ী। সাসপেন্ড ছাড়াও তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহা তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় পদক্ষেপ খারিজ করে দেন।
আরও পড়ুন- ভবানীপুর উপনির্বাচন নিয়ে মুখ্যসচিবের বিরুদ্ধে জনস্বার্থ মামলা হাইকোর্টে
১৯৯৭ সালের বিশাখা গাইডলাইন অনুযায়ী যৌন হেনস্থার ক্ষেত্রে নির্যাতিতা নিজে অথবা তাঁর অনুমতি নিয়ে ঘনিষ্ঠ কেউ অভিযোগ জানাতে পারেন। কিন্তু ঘটনাক তিন মাসের মধ্যে অভিযোগ জানানোর বিধান রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে জানা যায়, ওই অধ্যাপক ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ওই ছাত্রীকে যৌন হেনস্থা করেন। এই অভিযোগ নিয়ে শোরগোল ফেলে কিছু ছাত্র সংগঠন। তাদের অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ করেছিল বিশ্ববিদ্যালয়। ঘটনার দু’বছর পরে অভিযোগ জানানো হলে কেন, সেই প্রশ্নও ওঠে মামলায়।
আরও পড়ুন- রাত থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে না ভ্যাকসিন, প্রতিবাদে বিক্ষোভ বাসিন্দাদের
স্বয়ং সুনীল গঙ্গোপাধ্যায় যে পত্রিকাটি চালু করেছিলেন, সেই ‘কৃত্তিবাস’ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন অংশুমান কর। কিন্তু এই অভিযোগ ওঠার পর পত্রিকা তরফে কবি অংশুমান করের সঙ্গে সম্পর্ক ছেদের কথা ঘোষণা করেন পত্রিকার সম্পাদক তথা সুনীল জায়া স্বাতী গঙ্গোপাধ্যায়।