কলকাতা: ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে৷ সেই উপনির্বাচন নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। মুখ্যসচিব হরুকৃষ্ণ দ্বিবেদীর বিরুদ্ধে দায়ের হয়েছে এই জনস্বার্থ মামলা। ‘ভবানীপুর নিয়ে মুখ্যসচিব কী ভাবে চিঠি লিখলেন? মুখ্যমন্ত্রী কে হবেন, মুখ্যসচিব কী সেটা ঠিক করতে পারেন?’ মুখ্যসচিবের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে দায়ের হল জনস্বার্থ মামলা।
আরও পড়ুন- রাত থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে না ভ্যাকসিন, প্রতিবাদে বিক্ষোভ বাসিন্দাদের
নির্বাচন নিয়ে কমিশনকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর লেখা চিঠির বয়ান ঘিরে বিতর্ক দানা বাধে৷ ওই চিঠিতে আপত্তি তুলে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছেন এক আইনজীবী। সূত্রের খবর, ওই আইনজীবী বিজেপি ঘনিষ্ঠ বলেই পরিচিত৷ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে শুনানির সম্ভাবনা৷
প্রসঙ্গত, দ্রুত উপনির্বাচন করানোর দাবি জানিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল৷ তাদের তরফে বলা হয়েছিল, রাজ্যে কোভিড পরিস্থিতি স্বাভাবিক রয়েছে৷ এই সময় রাজ্যে উপনির্বাচন করলে কোনও অসুবিধা হবে না৷ এর পর কমিশনকে চিঠি লেখেন খোদ মুখ্যসচিব হরুকৃষ্ণ দ্বিবেদী৷ এর পরই মুর্শিবাদে ভোট না হওয়া দুই কেন্দ্রে নির্বাচন-সহ ভবানীপুরে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে কমিশন। তবে শুধুমাত্র ভবানীপুরে উপনির্বাচন কেন? বাকি কেন্দ্রগুলিতে কেন দিনক্ষণ ঘোষণা হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি নেতৃত্ব। সেই সময়ই আইনি পথে হাঁটার কথা বলেছিল তাঁরা৷ এর পরেই মুখ্যসচিবের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলে দায়ের করা হল জনস্বার্থ মামলা৷