দেবশ্রী হারাতে চেয়েছিল, এখন দল থেকে তাড়াতে চায়! বিস্ফোরক বিজেপি বিধায়ক

দেবশ্রী হারাতে চেয়েছিল, এখন দল থেকে তাড়াতে চায়! বিস্ফোরক বিজেপি বিধায়ক

কলকাতা: বাংলার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর এখনো পর্যন্ত বেশ কয়েক জন বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। একে একে বিজেপির বিধায়ক সংখ্যা কমতে শুরু করেছে রাজ্যে। এবার আরও এক বিজেপি বিধায়ক বিস্ফোরক অভিযোগ করে দলবদলের জল্পনা উস্কে দিলেন। তিনি হলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি বিস্ফোরক অভিযোগ করে বলেছেন যে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী তাঁকে নির্বাচনে হারাতে চেয়েছিলেন। 

আরও পড়ুন- নতুন করে কোনো অর্থ বরাদ্দ নয়! নির্বাচন প্রসঙ্গে জানাল কমিশন

কৃষ্ণ কল্যাণীর বক্তব্য, দেবশ্রী চৌধুরী তাঁকে অসম্মান করেছেন একাধিকবার। ইসলামপুরে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের অনুষ্ঠানে তাঁকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি বলেও অভিযোগ তাঁর। এই প্রেক্ষিতে তিনি স্পষ্ট জানিয়েছেন যে বিধানসভা নির্বাচনে তাঁকে হারাতে চেয়েছিলেন দেবশ্রী কিন্তু পারেননি। তাই এখন দল থেকে বের করে দিতে চাইছেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে রায়গঞ্জের বিধায়ক কার্যালয়ে দেবশ্রীর ছবিও ঢেকে দিয়েছেন! তাঁর কথায়, তিনি বিধায়ক হয়ে কাজ করে যাবেন কারণ দেবশ্রীর মতো তাঁকে সরিয়ে দেওয়া হয়নি আর তিনি নিজেও সরছেন না। একই সঙ্গে তিনি এও দাবি করেছেন, তাঁর জন্যই রায়গঞ্জে বিজেপির জনপ্রিয়তা বেড়েছে এবং সেটাই সহ্য করতে পারছেন না দেবশ্রী। 

Controversy started over BJP MLA Krishna Kalyani's comment

যদিও রায়গঞ্জের বিধায়কের বক্তব্যের পাল্টা দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। তিনি বলছেন, কৃষ্ণ কল্যাণী মানসিক রোগগ্রস্ত হয়ে গিয়েছেন। তিনি তাঁকে পছন্দ করেন না তাই জন্যই এই ধরনের কথাবার্তা বলছেন। আসলে বিরোধ নাকি জেলা সভাপতির পদ নিয়ে। তবে কারণ যাই হোক না কেন, এইভাবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে দলেরই বিধায়কের এমন অভিযোগ স্বাভাবিকভাবেই অস্বস্তি বাড়িয়েছে বিজেপি শিবিরের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + seventeen =