তমলুক: ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘোষণা হতেই বাড়ছে প্রচারে উত্তেজনা৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যে নতুন স্লোগান বেঁধেছে তৃণমূল৷ অন্যদিকে নয়া স্লোগান তুলে আসরে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ মমতাকে বিঁধে তিনি বলেন, ‘বেকারত্ব ঘরে ঘরে, পিসিমণি হারবে ভবানীপুরে’৷ তলমুকের জনসভা থেকে শনিবার এমনই স্লোগান তুললেন শুভেন্দু৷ সেই সঙ্গে হিন্দি সিনেমার ডায়লগ আওড়ে বললেন, ‘পিকচার আভি বাকি হ্যায় বস।’
আরও পড়ুন- ঘাসফুলের আঁচে পুড়ে ছাই গৌড়হণ্ডের পদ্মফুল, দলীয় প্রধানকে অপসারণ বিজেপি সদস্যদের
প্রসঙ্গত, আজ বিজেপি’র ‘পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিষেবা সেল’-এর সহযোগিতায় ও তমলুক সাংগঠনিক জেলার ‘সেবা হি সংগঠন’-এর উদ্যোগে নিমতৌড়ি স্মৃতিসৌধে স্বাস্থ্য শিবির ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল তমলুক শহরে৷ সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা৷ ওই সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান তোলেন শুভেন্দু৷ তাঁর কথায়, রাজ্যে কর্মসংস্থান নেই৷ বেকার ঘরে ঘরে৷ তার কথায় উপ নির্বাচনে পরাজয় শুধুমাত্র সময়ের অপেক্ষা৷ এর পরেই খোঁচা দিয়ে তাঁর স্লোগান, ‘‘বেকারত্ব ঘরে ঘরে, পিসিমণি হারবে ভবানীপুরে।’
আরও পড়ুন- রাজ্যপালের টুইটে রাজস্থানি কবির জন্মবার্ষিকী বদলে গেল মৃত্যুবার্ষিকীতে!, জব্বর খোঁচা পার্থর
শুভেন্দু আরও বলেন, কিছু লোকের কথা শুনে উনি নন্দীগ্রামে চলে এসেছিলেন৷ তাঁরা বলেছিল, ওঁকে ৮০ হাজার ভোটে জেতাবে৷ ভোট পেতে পায়ে প্লাস্টার জড়িয়ে, হুইল চেয়ার নিয়ে রাস্তায় নেমেছিল৷ তাতেও কোনও লাভ হয়নি৷ নন্দীগ্রামে ১,৯৫৬ ভোটে হেরেছেন।’’ শুভেন্দু আরও বলেন, ‘প্রচণ্ড যন্ত্রণা! যতদিন বাঁচবেন, যতদিন রাজনীতি করবেন, সব সময় কানের কাছে বাজবে শুভেন্দুর কাছে হেরেছি, হেরেছি, হেরেছি…।’