কলকাতা: ভবানীপুরে উপনির্বাচনের প্রচারে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করে বলেছিলেন যে, ওরা নন্দীগ্রামকে পাকিস্তান বলেছিল, ভবানীপুরকেও বলছে। বিজেপির যে কায়দা সেটা তাঁর পছন্দ নয় বলেও মন্তব্য ছিল তাঁর। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পালটা তোপ দেগে বিজেপি রাজ্য সভাপতি বিস্ফোরক মন্তব্য করলেন। তাঁর দাবি, আফগানিস্তানের সঙ্গে বাংলার কোনও পার্থক্য নেই! এখানে তালিবানি মানসিকতা দেখা যায়।
আরও পড়ুন- ভিন্ন ভিন্ন জ্বর! তৃতীয় ঢেউয়ের আগেই ‘কাঁপুনি’ বাংলায়
আসলে ভোট পরবর্তী হিংসা নিয়ে মন্তব্য করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ”আফগানিস্তানের সঙ্গে বাংলার কোনো পার্থক্য নেই। নির্বাচনের পর আমরা যা দেখলাম তা তালিবানি মানসিকতা। সারা ভারতবর্ষে আর কোথাও তো কারোর হিম্মত হয় না বিরোধীদের ওপর অত্যাচার করার, পুলিশ এখানে এই সব দাঁড়িয়ে চুপ করে দেখে।” একই সঙ্গে তিনি এও বলেছেন যে, সব তালিবান এখন এখানেই আছে! প্রথম থেকেই ভোট পরবর্তী হিংসা নিয়ে আওয়াজ তুলে আসছে বিজেপি। কাঠগড়ায় তোলা হয়েছে রাজ্যের শাসক দলকেই। নিশানায় খোদ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। তাই দিলীপের এই তালিবানি মন্তব্য যে রাজ্য রাজনীতিতে আবারও একটা ঝড় তুলবে তা নিঃসন্দেহে বলা যায়।
আরও পড়ুন- দুই পড়ুয়ার অ্যাকাউন্টে ঢুকল ৯৬০ কোটি! হুলস্থুল গোটা গ্রাম
উল্লেখ্য, বিজেপিকে একহাত নিয়ে ভবানীপুরের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে বলেন, রেল থেকে শুরু করে বিমা, সব কিছু বিক্রি করে দিচ্ছে বিজেপি। কিন্তু তিনি সকলকে রক্ষা করবেন। আগামী দিনে দেশকে রক্ষা করবেন। সকলে যেন শান্তিতে থাকে, তিনি তাঁদের হয়ে লড়াই করে যাবেন। তিনি মন্তব্য করেন যে, তিনি মসজিদে গিয়েছিলেন বলে কটাক্ষ করেছে বিজেপি, কিন্তু তিনি মন্দির এবং গুরুদ্বারেও গিয়েছেন। যে যার নিজের ধর্ম পালন করুক, এমনটাই মত তাঁর। তিনি এও বলেন যে, তিনি কারোর খারাপ চান না। এই প্রেক্ষিতেই সকলকে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আর্জি জানান তিনি। একই সঙ্গে তিনি জানান, মসজিদে গিয়েছিলেন বলে কটাক্ষ করেছে বিজেপি।