ভয়েস টেস্ট নিয়ে হাইকোর্টে খারিজ মাদককাণ্ডে গ্রেফতার রাকেশ সিং-এর আবেদন

ভয়েস টেস্ট নিয়ে হাইকোর্টে খারিজ মাদককাণ্ডে গ্রেফতার রাকেশ সিং-এর আবেদন

কলকাতা:  বিজেপি নেতা রাকেশ সিংয়ের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। রাকেশ সিংয়ের ভয়েস টেস্ট নিয়ে আবেদন খারিজ করলেন বিচারপতি কৌশিক চন্দ্র।

আরও পড়ুন- ‘মুখ্যমন্ত্রীকে অনির্বাচিত রাখাই প্রধান লক্ষ্য’, প্রার্থী না দিয়ে ঘোষণা শুভেন্দুর

তদন্তকারী পুলিশ আধিকারিকরা রাকেশ সিংয়ের ভয়েস টেস্টের জন্য নিম্ন আদালতে আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনের ভিত্তিতে আলিপুর আদালত রাকেশ সিংকে ভয়েস টেস্টিং এর জন্য নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি নেতা। তবে তাঁর আবেদন খারিজ করে দিলেন বিচারপতি কৌশিক চন্দ্র।

আরও পড়ুন- সিবিআই হাজিরা এড়ালেন মানস, ‘দোষ চাপালেন’ বৃষ্টির ঘাড়ে

প্রসঙ্গত, কোকেন কাণ্ডে বর্ধমানের গলসি থেকে গ্রেফতার হন বিজেপি নেতা রাকেশ সিং৷ নিউ আলিপুরে কোকেন-সহ বিজেপি যুব নেত্রী পামেলা গোস্বামী ও তাঁর এক ঘনিষ্ট বন্ধু ধরা পড়ার পরেই গ্রেফতার হন রাকেশ সিং৷ পামেলার কাছ থেকে ১০০ গ্রাম কোকেন উদ্ধার হয়। কিন্তু পামেলার অভিযোগ, তাঁকে ফাঁসানোর জন্য তাঁর গাড়িতে কোকেন রেখেছিল অমৃত সিং ও রাজেন্দ্র যাদব নামে ২ ব্যক্তি। তাঁদের সঙ্গে বিজেপি নেতা রাকেশ সিং-এর  যোগাযোগের প্রমাণ হাতে আসে তদন্তকারী অফিসারদের। এর পরেই এক প্রস্থ নাটকের পর গ্রেফতার হন রাকেশ৷ তার আগে রাকেশের আলিপুরের বাড়িতেও তল্লাশি চালায় কলকাতা পুলিশের মাদক বিরোধী শাখা৷ আটক হন রাকেশের দুই ছেলেও৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + thirteen =