তৃণমূল যোগের পর প্রথম মমতা সাক্ষাৎ বাবুলের, উঠে এল ‘ঝালমুড়ি’ প্রসঙ্গ

তৃণমূল যোগের পর প্রথম মমতা সাক্ষাৎ বাবুলের, উঠে এল ‘ঝালমুড়ি’ প্রসঙ্গ

কলকাতা: শনিবার একেবারে রাজনৈতিক বিস্ফোরণ ঘটিয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। সেই দিনই তিনি জানিয়েছিলেন যে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। সেই অনুযায়ী আজ নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন বাবুল। তারপর মুখ্যমন্ত্রী সাক্ষাতের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাবুল তৃণমূল কংগ্রেস পরিবার এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়শী প্রশংসা করেন। মন্তব্য করেন যে মুখ্যমন্ত্রী তাঁর ওপর বিশ্বাস রেখেছেন এবং তাঁকে এই ভাবে স্বাগত জানানো হয়েছে বলে তিনি খুবই খুশি। এই নিয়ে কথা বলতে গিয়ে উঠে এসেছে ঝাল মুড়ি প্রসঙ্গ। 

আরও পড়ুন- ফেব্রুয়ারিতে সিপিএমের রাজ্য সম্মেলন কলকাতায়

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাবুল এদিন জানান যে, তাদের দুজনের মধ্যে সেই চিরাচরিত ঝাল মুড়ি নিয়েও কথা হয়েছে। বাবুল জানিয়েছেন যে, দিদি বলেছেন যে, মুড়ি খেলে ওজন বাড়ে তাই গ্রামের যে মুড়ি সেই মুড়ি খেলে উপকার হবে। এখন মুড়িতে ইউরিয়া মেশানো হয় বলে জানা যাচ্ছে, তাই উনিও সেটা খান না আর তাকেও খেতে বারণ করেছেন। বাবুল আরো জানান, তিনি গাড়িতে মুড়ি রেখে রোদে পার্ক করেন যাতে মুড়ি মচমচে হয়ে যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে এখন তাঁকে ভালো মুড়িই কিনতে হবে। বাবুল আরও বলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজ দেখা করে তিনি ভীষণ খুশি হয়েছেন এবং তিনি তাঁর বাবার জন্য একটি বইও দিয়েছেন। 

আরও পড়ুন- ‘বাংলা শেখারা জন্য দিলীপ ঘোষকে বর্ণপরিচয় উপহার দেব’, খোঁচা বাবুলের

সদ্য তৃণমূলে যোগ দেওয়া বাবুলের আরও বক্তব্য, তিনি মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব তিনি আরও মন খুলে কাজ করতে পারবেন, আরও মন খুল গান গাইতে পারবেন। কারণ মমতা আজ তাঁকে গানের ব্যাপারেও বলেছেন এবং আরও গান গাইতে উৎসাহিত করেছেন। একই সঙ্গে বাবুল আরও বলেন, অন্য জায়গা থেকে আসার পরেও তাঁর ওপর ভরসা রাখা হয়েছে এবং তাঁকে এতো সুন্দরভাবে দলে স্বাগত জানান হচ্ছে তাতে তিনি আপ্লুত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =