গ্রাহক সেজে ভরদুপুরে ডাকাতি! পলাতক ৪ দুষ্কৃতী

গ্রাহক সেজে ভরদুপুরে ডাকাতি! পলাতক ৪ দুষ্কৃতী

159057cc7ff3fac1e5eb871747a26906

কলকাতা: চন্দননগরে স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ভরদুপুরে ডাকাতির ঘটনা ঘটল। এদিন দুপুরে লক্ষ্মীগঞ্জের বাজার এলাকায় এক স্বর্ণ ঋণদানকারী সংস্থায় গ্রাহক সেজে ৭ জন সশস্ত্র দুষ্কৃতী হামলা করে। গুলি চালিয়ে, রিভলভারের বাট দিয়ে মারা হয় কর্মীদের। কিন্তু ডাকাতি করে পালানোর সময় তাদের মধ্যে চন্দননগর, চুঁচুড়া থেকে ৩ ডাকাতকে পাকড়াও করা হয়। তবে বাকি ৪ জন পালাতে সক্ষম হয়েছে। তাদের খোঁজে মগরা থেকে রিষড়া পর্যন্ত ফেরি সার্ভিস বন্ধ করে তল্লাশি চালান হচ্ছে। পলাতক ৪ ডাকাতের খোঁজে উত্তরপাড়া-ব্যান্ডেলেও তল্লাশি চালাচ্ছে পুলিশ।  

আরও পড়ুন- ‘তৃণমূল বলছে খেলা হবে, অপেক্ষা করুন, দুই পক্ষের খেলা হবে’, তাৎপর্যপূর্ণ মন্তব্য নতুন সভাপতির

জানা গিয়েছে, প্রথমে ৬ থেকে ৭ জন দুষ্কৃতী অফিসে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে কর্মীদের মারধর শুরু করে। সোনা এবং কয়েক হাজার টাকা হাতিয়ে, দুষ্কৃতীরা গুলি চালাতে চালাতে পালিয়ে যায়। দুষ্কৃতীরা বেশ কয়েকবার গুলি চালালেও সেটি ওই সংস্থার অফিসের ভেতর করেনি, বাইরে করা হয়েছে বলেই কর্মীরা জানিয়েছেন। নিরাপত্তারক্ষীর কথায়, গ্রাহক সেজে ভেতরে ঢুকেছিল তারা। তাই কিছু বুঝে ওঠার আগেই আচমকা হামলা করে দুষ্কৃতীরা। তাই তাদের বিরুদ্ধে কিছুই করে ওঠা সম্ভব হয়নি। ডাকাতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পদস্থ কর্তারা। গাড়ি থামিয়ে শুরু হয় তল্লাশি। সেই তল্লাশির জেরেই ৩ জনকে পাকড়াও করা সম্ভব হয়েছে। বাকি ৪ দুষ্কৃতী পলাতক। তবে কত টাকা বা সোনা চুরি হয়েছে তা এখনও জানতে পারেনি পুলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *