কুঁদঘাট কাণ্ড: ম্যানহোলে কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু, মানল না রাজ্য

কুঁদঘাট কাণ্ড: ম্যানহোলে কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু, মানল না রাজ্য

কলকাতা: গত ফেব্রুয়ারি মাসে কুঁদঘাট পাম্প হাউসের সামনে ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে তলিয়ে যান ৪ শ্রমিক। রে ৪ জনের মৃত্যু হয়। জনবহুল এলাকায় দিনের আলোয় কীভাবে ঘটল এমন ঘটনা? শুধুই অসাবধানতা নাকি এর পিছনে লুকিয়ে আছে বড় কোনো চক্রান্ত? বিষয়টি নিয়ে একাধিক প্রশ্ন উঠতে থাকে। পরে কলকাতা পুরসভার তরফে নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। সেই ঘটনায় অন্য কথা বলছে রাজ্য সরকার।

আরও পড়ুন- টানা বৃষ্টিতে মাথায় হাত পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষের 

কুঁদঘাটে ম্যানহোলে কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যুর ঘটনা মানতে চাইল না রাজ্য সরকার। ম্যানহোল নয়, নতুন পাইপলাইন বসাতে গিয়েই মৃত্যু হয়েছিল, দাবি সরকারি আইনজীবীর। মৃত্যুর ঘটনা দুর্ভাগ্যজনক। কিন্তু ম্যানহোল নয় নতুন পাইপলাইন বসাতে গেছিল তারা, আদালতে জানান হয়েছে এমনটাই। ম্যানহোলে নেমে কাজ করা আইনত নিষিদ্ধ। ২০১৩ সালের আইন সেই সঙ্গে সাফাইকর্মী রায় ইত্যাদির উদাহরণ টেনে মামলা করে এপিডিআর। সেই মামলায় রাজ্যের কাছে হলফনামা তলব করলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মামলাটি শুনবেন আগামী ২২ অক্টোবর।  

আরও পড়ুন- বাড়িওয়ালা-ভাড়াটের সংঘাতেই বিপর্যয়, শোনা হয়নি পুরসভার কথা, আহিরীটোলা নিয়ে ফিরহাদ

কুঁদঘাট পাম্প হাউসের সামনে চলছিল ম্যানহোল পরিষ্করণের কাজ। ৪ জন শ্রমিক এই কাজে নিযুক্ত হয়েছিলেন। পরিষ্কার করার জন্য ম্যানহোলে নেমেছিলেন তাঁরা। কিন্তু সেখানেই তলিয়ে যান সকলে। ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছে যান পুলিশ ও দমকল কর্মীরা। তাঁদের চেষ্টাতেই প্রায় ২ ঘন্টা পরে উদ্ধার করা যায় শ্রমিকদের। আহত শ্রমিকদের মধ্যে ২ জন বাঘাযতীনে এবং বাকি ২ জন এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়৷ পরে ৪ জনের মৃত্যু হয়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 7 =