কলকাতা: বন্যা দুর্গত এলাকায় দাঁড়িয়ে বানভাসি পরিস্থিতির জন্য কেন্দ্রকে দুষেছেন মুখ্যমন্ত্রী৷ তারই পাল্টা হিসেবে এবার আক্রমণ তীব্রতর করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ৷ সাফ জানতে চাইলেন, ‘‘উনি তো নিজেকে সততার প্রতীক বলেন৷ বন্যা নিয়ন্ত্রনের জন্য, বাঁধ তৈরির জন্য কেন্দ্রীয় সরকার তিন হাজার কোটি টাকা দিয়েছিল রাজ্যকে। সেই টাকা কোথায় গেল?’’ এরপর জবাও দিয়েছেন দিলীপবাবু নিজেই৷ ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় গত ১০ বছরে কি করেছেন যে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে? টাকাগুলো কি লক্ষীর ভান্ডারে ঢুকছে?”
আরও পড়ুন- ক্যামেরা পাঠিয়ে দেখুন, ডিভিসি’র ছাড়া জলে বন্যা হয়নি, বাঁধ দুর্বল ছিল, চ্যালেঞ্জ শুভেন্দুর
শনিবার গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে ব্যারাকপুরে এক অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রীর ম্যান মেড বন্যা সম্পর্কিত বক্তব্যের তীব্র কটাক্ষ করে এই কথাই বলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। দিলীপবাবুর অভিযোগ, তৃণমূলের আমলে বাংলায় কোনও উন্নয়ন হয়নি৷ শুধু ভাঁওতাবাজি করেছে এই সরকার৷ তারই ফলে এই পরিস্থিতি৷
আজ ব্যারাকপুর চিড়িয়া মোড়ে গান্ধী মূর্তিতে মাল্যদান করে দিলীপবাবু সাংবাদিকদের কাছে তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে বলেন, ” তেল বাইরে থেকে আসে৷ তাই দাম বাড়ছে৷ কিন্তু এর থেকে বাঁচার উপায় ট্রেন চালু করা৷ যা করলে সাধারন মানুষের খরচ কমবে৷ কিন্তু মুখ্যমন্ত্রী রেল চালু করতে দিচ্ছেন না৷’’ অভিযোগ করেছেন, ‘‘১০ বছরে এই সরকার কোনও উন্নয়ন করেনি৷ শুধুই ভাঁওতাবাজি করেছে৷ তাই তৃণমূলের আমলে কোনও বাঁধের সংস্কার হয়নি৷ তাই এই পরিস্থিতি৷’’
প্রসঙ্গত, শুক্রবারের পর আজ শনিবারও ফের বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রকেই দুষেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেছেন, ‘‘ডিভিসি না জানিয়ে জল ছাড়ার ফলেই এই পরিস্থিতি৷’’ এরপরই পাল্টা তোপ দেগেছেন দিলীপবাবু৷