কলকাতা: হাইভোল্টেজ ভবানীপুরে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের বিষয়ে নিশ্চিত দল৷ আশাবাদী মন্ত্রী ফিরহাদ হাকিমও৷ উপনির্বাচনের আগে তাঁর হয়ে মূলত চেতলা, খিদিরপুর অঞ্চল চষে বেরিয়েছেন ফিরহাদ৷ তাঁর কথায়, ৫০ থেকে ৭০ হাজার ভোটের ব্যবধানে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাল্টা দিলেন দিলীপ ঘোষ৷
আরও পড়ুন- কড়া নিরাপত্তায় শুরু ভোট গণনা, প্রতি রাউন্ডে সঙ্গে বাড়বে উত্তেজনা
গতকাল রাতে ফিরহাদ বলেন, ‘আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন একটা উৎসব৷ এইসব এলাকার মানুষ হইহই করে ভোট দিয়েছেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত ভাবেই জিতবেন৷ সেটা সকলেই জানেন৷ কত ভোটে জিতবে, সেটারই অপেক্ষা৷ সারা বাংলা তথা ভারতবর্ষ সে দিকে তাকিয়ে রয়েছে৷ আমার মনে হয় ৫০ থেকে ৭০ হাজার ব্যবধানে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷’
এপ্রসঙ্গে আজ সকালে বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপচতি দিলীপ ঘোষ বলেন, ‘ওঁরা আগেই বড় বড় কথা বলে নিক৷ রেজাল্ট ঘোষণার পরেই বোঝা যাবে কে কোথায় দাঁড়িয়ে আছে৷ ’