কড়া নিরাপত্তায় শুরু ভোট গণনা, প্রতি রাউন্ডে সঙ্গে বাড়বে উত্তেজনা

কড়া নিরাপত্তায় শুরু ভোট গণনা, প্রতি রাউন্ডে সঙ্গে বাড়বে উত্তেজনা

কলকাতা:  শুরু ভোট গণনা। আর কিছুক্ষণ পর থেকেই সামনে আসতে শুরু করবে নির্বাচনের ফল৷ ভবানীপুরের পাশাপাশি ভোট গণনা হবে সামশেরগঞ্জ ও জঙ্গিপুরেও৷ প্রথমে পোস্টাল ব্যালট গণনার কাজ শুরু হবে৷ পরে খোলা হবে ইভিএম৷ 

আরও পড়ুন- পরীক্ষা দিয়েছি, মাস্টারমশাই চিটিং করলে কী করব? শেষ মুহূর্তে ছাপ্পা ভোটের অভিযোগ প্রিয়াঙ্কার

ভবানীপুর ও জঙ্গিপুরে হচ্ছে ত্রিমুখী লড়াই৷ কিন্তু সামশেরগঞ্জে হচ্ছে চতুর্মুখী লড়াই৷ সামশেরগঞ্জে ২৪ রাউন্ড গণনা হবে৷ জঙ্গিপুরে হবে ২৬ রাউন্ড গণনা৷ কোন কেন্দ্রে কে এগিয়ে আর কিছুক্ষণ পর থেকেই তা জানা যাবে৷ গণনার সঙ্গে সঙ্গে যে ট্রেন্ড আসবে, তাতেই চড়বে উত্তেজনার পারদ৷ গণনা কেন্দ্রে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা৷ ভিতরে ঢুকে পড়েছেন এজেন্টরা৷ ফিরহাদ হাকিমের কন্যাও রয়েছেন এজেন্টদের মধ্যে৷ ভিতরে রয়েছেন বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাসও৷ 

আঁটোসাটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শাখাওয়াল মেমোরিয়াল হাইস্কুল৷ বাইরে রয়েছে মেটাল ডিটেক্টর৷ মোতায়েন রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী৷ সকলের নজর ভবনীপুরের দিকে৷ তৃণমূলের আশা অন্তত ৫০ হাজার ভোটে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়।  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 7 =