দুর্গাপুজোয় টানা ১৬ দিন ছুটি, দারুণ খুশিতে বাংলার সরকারি কর্মচারীরা

দুর্গাপুজোয় টানা ১৬ দিন ছুটি, দারুণ খুশিতে বাংলার সরকারি কর্মচারীরা

কলকাতা:  শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ৷ সব দিকেই ছুটি ছুটি আমেজ৷  শুক্রবার অফিস হয়েই ছুটি পড়ে যাবে সরকারি অফিসে৷ রাজ্য সরকারের কর্মচারীরা এবছর টানা ১৬ দিন পুজোর ছুটি পাচ্ছেন। আগামীকাল থেকে শুরু হয়ে ২২ অক্টোবর পর্যন্ত টানা ছুটি পাবেন তাঁরা। অফিস খুলবে একেবারে লক্ষ্মীপুজোর পর৷ উৎসবের মরশুমে লম্বা ছুটি পেয়ে দারুণ খুশিতে রাজ্য সরকারের কর্মচারীরা৷ 

আরও পড়ুন- করোনাকালে নিষিদ্ধ হোক বাজি পোড়ানো, আবেদন হাইকোর্টে

অফিসিয়ালি পুজোর ছুটি শুরু হচ্ছে পুজোর ১১ অক্টোবর৷ তবে তার আগে শনি ও রবিবার পরায় ছুটি শুরু হয়ে যাবে আগামী কাল অর্থাৎ ৯ অক্টোবর থেকে৷ শনি ও রবিবার ধরে মোট ১৬ দিন সরকারি দফতরে ছুটি থাকবে বলে ঘোষণা করেছে নবান্ন৷  তবে পুজোয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে, বিভিন্ন পরিষেবা অক্ষুন্ন রাখতে এবং সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় বাতিল করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতর, বিদ্যুৎ দফতর, সেচ দফতর সহ বিভিন্ন দফতরের কর্মীদের ছুটি৷ তবে পরবর্তীকালে এই সকল দফতরের কর্মীদের ছুটি পুষিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

গতবছর করোনা আবহে পুজোর আনন্দে ভাটা পড়েছিল৷ এবারও নানা বিধিনিষেধ জারি হয়েছে৷ তবে বিধিনিষেধ কিছুটা শিথিল থাকছে।  কেরলের ওনাম পরবর্তী পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে ১১ দফা নির্দেশিকা জারি করেছে নবান্ন। চলতি বছর করোনা আবহে বাতিল হয়ে গিয়েছে পুজো কার্নিভাল৷ প্রতিটি মণ্ডপে থাকবে নো-এন্ট্রি৷ পুজো সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে ১১ দফা নির্দেশিকা জারি করেছে নবান্ন৷ মাস্ক ও স্যানিটাইজার মাস্ট করা হয়েছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 9 =