কলকাতা: এতদিন প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন বিচারপতি রাজেশ বিন্দাল৷ এবার নয়া প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট৷ প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব দিলেন প্রকাশ শ্রীবাস্তব। অন্যদিকে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল৷ সবমিলিয়ে আজ দেশের ১৩টি হাইকোর্ট নয়া প্রধান বিচারপতি পেল।
আরও পড়ুন- পুকুরে ভাসছে সদ্যজাতর দেহ! চতুর্থীর সকালে আঁতকে উঠল কাঁথি
গত মাসে সূত্র মারফত জানা গিয়েছিল বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে৷ জানা যায়, প্রকাশ শ্রীবাস্তবের নাম সুপারিশ করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। তবে সরকারিভাবে এ বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। শনিবার সেই জল্পনাই সত্যি হল৷ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন প্রকাশ শ্রীবাস্তবই৷ এর আগে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন তিনি৷ শনিবার দেশের ১৩টি হাইকোর্টে নয়া বিচারপতি নিয়োগে অনুমোদন দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
কলকাতা হাইকোর্ট ছাড়াও আজ নয়া প্রধান বিচারপতি পেল মেঘালয়, ত্রিপুরা, সিকিম, মধ্যপ্রদেশ, কর্নাটক, তেলাঙ্গানা, গুজরাত, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, হিমাচল প্রদেশ এবং ছত্তিশগড় হাইকোর্ট৷ রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মোহান্তি ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন৷ অন্যদিকে রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এএ কুরেশি।
এক ঝলকে দেখে নিন কোন হাইকোর্টে কে প্রধান বিচারপতি হলেন-
* কলকাতা হাইকোর্ট – প্রকাশ শ্রীবাস্তব।
* এলাহাবাদ হাইকোর্ট – রাজেশ বিন্দল।
* মেঘালয় হাইকোর্ট – রঞ্জিত মোরে।
* ত্রিপুরা হাইকোর্ট – ইন্দ্রজিৎ মোহান্তি।
* সিকিম হাইকোর্ট – বিশ্বনাথ সমাদ্দার।
* মধ্যপ্রদেশ হাইকোর্ট – আর ভি মালিমথ।
* ছত্তিশগড় হাইকোর্ট – এ কে গোস্বামী।
* তেলাঙ্গানা – সতীশচন্দ্র শর্মা।
* কর্নাটক হাইকোর্ট – ঋতুরাজ আওয়াস্তি।
* গুজরাত হাইকোর্ট – অরবিন্দ কুমার।
* অন্ধ্রপ্রদেশ – প্রশান্ত কুমার মিশ্র।
* রাজস্থান হাইকোর্ট – এ এ কুরেশি।
* হিমাচল প্রদেশ হাইকোর্ট – মহম্মদ রফিক।