কাঁথি: চতুর্থীর সকালে আঁতকে উঠলেন কাঁথি দেশপ্রাণ ব্লকের মাজিলাপুর গ্রামের বাসিন্দারা। শনিবার সকালে রাস্তার পাশে একটি পুকুরে সদ্যজাত শিশুর মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় জুনপুট উপকূল থানায়। পুলিশ এসে পুকুর থেকে সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠান।
আরও পড়ুন- করোনা গাইডলাইন মানা হচ্ছে কি না খতিয়ে দেখতে মণ্ডপে স্বয়ং পুলিশ সুপার
শিশুর পরিচয় উদ্ধার করতে তদন্ত শুরু করেছে জুনপুট উপকূল থানার পুলিশ। কুমারী মায়ের সন্তান নাকি সেটাও খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর , কাঁথি দেশপ্রাণ ব্লকের মাজিলাপুর পঞ্চায়েতের পার্থসারথি মাইতির বাড়ি সংলগ্ন একটি রাস্তার পাশে বড় পুকুরে “মাগুর মাছ ” চাষ করা হয়েছিল। শনিবার সকালে পুকুর থেকে দুর্গন্ধ ছড়ালে গ্রামবাসীদের সন্দেহ হয়। তাঁরা এসে দেখেন পুকুরে একটি কাপড় জড়ানো অবস্থায় কিছু একটা একটি ভেসে রয়েছে।
এরপর জুনপুট উপকূল থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে পুকুর থেকে ওই সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।এলাকার এক স্থানীয় বাসিন্দা বলেন,” এটা কোন গ্রামের লোকের কাজ নয়। বাইরে থেকে কেউ গাড়ি করে পুকুরে ফেলে দিয়ে চলে গিয়েছে। পুলিশকে তদন্ত করে দেখার জন্য অনুরোধ করেছি। “
জুনপুট উপকূল থানার এক পুলিশ আধিকারিক বলেন, ” মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।”