কলকাতা: স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তির ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর৷ এবার থেকে সরকারি হাসপাতালে ভর্তির ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড বাধ্যতামূলক করা হল৷ স্বাস্থ্যসাথী কার্য না থাকলে অন্য কোনও সরকারি স্বাস্থ্য প্রকল্পের কার্ড থাকতেই হবে৷ স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে হাসপাতাল থেকেই তৎক্ষণাৎ কার্ড বানিয়ে দেওয়া হবে৷
আরও পড়ুন- কর্মীদের দলে ফেরানো নিয়ে মালদহে ফের তৃণমূলের কোন্দল
সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তির ক্ষেত্রে বেশ কিছু অ্যাডভাইজারি জারি করেথে রাজ্য সরকার৷ সরকারি হাসপাতালগুলোর জন্য যে অ্যাডভাইজারি জারি করা হয়েছে তাতে বলা হয়েছে, সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করাতে গেলে ভর্তি হওয়ার আগেই স্বাস্থ্যসাথী কার্ড হাসপাতালে জমা দিতে হবে৷ কারও কাছে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে রাজ্য সরকারের হেলথ স্কিম বা ইএসআই কার্ড অথবা কেন্দ্রীয় সরকারের হেলথ স্কিম থাকতে হবে৷ অর্থাৎ ভর্তি হওয়ার ক্ষেত্রে সরকারি স্বাস্থ্য প্রকল্পের যে কোনও আইকার্ড জমা দেওয়া বাধ্যতামূলক৷ কিন্তু যদি দেখা যায় রোগীর কাছে এর মধ্যে একটি কার্ডও নেই, তাহলে সংশ্লিষ্ট হাসপাতালের নির্দিষ্ট কাউন্টার থেকে কার্ড ইস্যু করে দেওয়া হবে৷
পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলির জন্যেও অ্যাডভাইজারি জারি করা হয়েছে৷ সেখানে স্বাস্থ্যসাথী প্রকল্পে বেসকারি হাসপাতালে চিকিৎসার জন্য ১,৯০০টি প্যাকেজ উল্লেখ করা হয়েছে৷ এর বাইরে কোনও রোগীর চিকিৎসা করা যাবে না৷ এই প্যাকেজের মধ্যে থেকেই চিকিৎসা করতে হবে৷ প্যাকেজ বহির্ভূত কোনও অর্থ নেওয়া যাবে না৷ প্রতিস্থাপন ও পরীক্ষার জন্য সরকারি রটে বিল করতে হবে৷ স্বাস্থ্যসাথী কার্ডে বেসরকারি হাসপাতালে ভর্তি থাকলে জেনেরিক ওষুধ দিতে হবে৷ ব্যান্ড নামে ওষুধ লেখা যাবে না৷ একই নিয়ম লাগু হবে সরকারি হাসপাতালের পিপিপি মডেলের ডায়গনোস্টিক সেন্টারের ক্ষেত্রেও৷ অর্থাৎ সরকারি স্বাস্থ্য প্রকল্পের রেটেই পরীক্ষা নিরীক্ষা করতে হবে৷