বিধি মেনে রাতভর পুজো দক্ষিণেশ্বর মন্দিরে, হবে না প্রসাদ বিতরণ

বিধি মেনে রাতভর পুজো দক্ষিণেশ্বর মন্দিরে, হবে না প্রসাদ বিতরণ

 

কলকাতা: আজ দীপাবলি৷ অমাবস্যার কালো রাতে আরাধনা হবে মা কালীর৷ করোনা আবহে পুজো হবে দক্ষিণেশ্বরেও৷ তবে সবটাই হবে করোনা বিধি মেনে৷ দর্শনার্থীদের জন্য মায়ের মন্দির খোলা রাখা হবে৷  রাতভর পুজো দেওয়া যাবে দেবী ভবতারিণীকে৷ রাত সাড়ে দশটা নাগাদ শুরু হবে পুজো৷ তবে মন্দিরের ভিতরে বসে পুজো দেখার সুযোগ থাকছে না৷ প্রসাদ বিতরণ ও পুজো সামগ্রী নিয়ে মন্দিরে প্রবেশের উপরেও থাকছে বিধি নিষেধ৷ 

আরও পড়ুন- ‘অনেক ক্ষতি হয়েছে মমতাকে বারমুডা পরতে বলায়’, দিলীপকে নিশানা তথাগতর

দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর পুজো এবছর ১৬৭ তম বছরে পা দিল। প্রতি বছরই দীপাবলিতে মায়ের মন্দিরে পুজো দিতে কলকাতা তো বটেই বিভিন্ন জেলা থেকে ভিড় জমান পুণ্যার্থীরা৷ কেউ কেউ পুজো দিতে আসেন, কেউ আবার যান দেবীদর্শনে৷ মন্দিরের ভিতরে বসে অনেকেই মায়ের আরাধনা দেখেন৷ কিন্তু করোনা আবহে এই বছর সেই সুযোগ থাকছে না৷ রাতভর পুণ্যার্থীরা মন্দিরে পুজো দিতে পারলেও মন্দিরে বসে পুজো দেখা যাবে না৷ সেই সঙ্গে গত বছরের মতো এবছরেও ফুল, ধূপকাঠি-সহ অন্যান্য পুজো সামগ্রী নিয়ে মন্দিরে প্রবেশের উপর নিষেধাজ্ঞা থাকছে৷ তবে মিষ্টি দিয়ে মাকে পুজো দেওয়া যাবে৷ মন্দির কর্তৃপক্ষ কোনও রূপ প্রসাদ বিতরণ করবে না৷

 
এদিকে কালীপুজো উপলক্ষে আজ রাত ১১টা পর্যন্ত মেট্রো চালু থাকবে৷ আজ সকাল ৫টায় মন্দির খুলে দেওয়া হয়েছে৷ মাকে সাজানো হবে সাবেক গয়নায়৷ বেলা ১২টা পর্যন্ত মন্দির খোলা থাকবে৷ এর পর ৩ ঘণ্টার জন্য মন্দির বন্ধ হয়ে যাবে৷ দুপুর ৩টেয় ফের খুলবে মন্দিরের দরজা৷ কোভিড বিধি মেনে ভক্তদের মন্দিরের ভিতরে ঢুকতে হবে৷ মন্দিরে ঢোকার আগে থাকছে স্যানিটাইজেশন টানেল৷ মাপা হবে শরীরের তাপমাত্রাও৷ মাস্ক পরা মাস্ট৷ পুজো হয়ে গেলেই দ্রুত মন্দির থেকে বেরিয়ে যেতে হবে৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 19 =