কলকাতা: বিধানসভা নির্বাচনে হারের পর থেকেই একাধিক বঙ্গের এবং কেন্দ্রের নেতাদের নিশানা করেছেন বিজেপি নেতা তথাগত রায়। সম্প্রতি চারটি উপনির্বাচন হেরেছে দল, তারপরে আবার তোপ দেগেছিলেন তিনি। আজ একেবারে সরাসরি নিশানায় নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে, তিনি ভোটের সময় রাজ্য সভাপতি ছিলেন। তাঁদের কিছু উক্তি এবং বক্তব্য যে তথাগত একদম মানতে পারেননি, তা স্পষ্ট করেছেন। বলেছেন, অনেক বেশি ক্ষতি হয়েছে মমতাকে বারমুডা পরতে বলায়।
দিলীপ ঘোষ এবং নরেন্দ্র মোদীকে নিশানা করে তথাগত এদিন টুইট করে বলেন, ”সুর করে দিদি-দিদি ডাকায় যা ক্ষতি হয়েছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে মমতাকে বারমুডা পরতে বলায়,কারণ এর মধ্যে অশ্লীল ইঙ্গিত আছে। ’বারমুডা’ কথাটা বোধ হয় নতুন শেখা হয়েছিল। নিচু স্তরের মাস্তানির সুরে “পুঁতে দেব”, “শবদেহের লাইন লাগিয়ে দেব”, এই সব কথাতেও প্রভূত ক্ষতি হয়েছে।” তাঁর এই মন্তব্যে যে অনেকে আঘাত পেয়েছেন বা সমালোচনা শুরু করেছেন তা আন্দাজ করতে পেতে তিনি আরও একটি টুইট করেন। তাতে লেখেন, ”আমি প্রকাশ্যে বিজেপি নেতাদের নিন্দা করেছি বলে কেউ কেউ মর্মাহত হয়েছেন।শুনে নিন। নির্বাচনের আগে প্রকাশ্যে একটি কথাও বলি নি।দলের ভিতরে বলেছি।কিন্তু নির্বাচনে ভরাডুবি হবার পরে যখন দেখা গেল কোনো বিশ্লেষণের চেষ্টা নেই, উল্টে “৩ থেকে ৭৭” বলে নিজেদের পিঠ চাপড়ানো হচ্ছে, তখন বলতেই হল।” এক কথায়, নরেন্দ্র মোদীর থেকেও যে দিলীপের বক্তব্য বিরাট ক্ষতি করেছে দলের তা তিনি এদিন স্পষ্ট করে দিয়েছেন।
উল্লেখ্য, উপনির্বাচন হারার পর তথাগত বলেছিলেন, “দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল। গলবস্ত্র হয়ে তাদের এনেছিল। যারা আদর্শের জন্য বিজেপি করতো তাদের বলা হয়েছিল এত বছর ধরে কি করেছেন, ছিঁ..ছেন? আমরা আঠারোটা সিট এনেছি। জুলিয়াস সিজারের মত Vini Vidi Vici। এখন ভাঁড়ামো করলে হবে? আজকে বিজেপির শোচনীয় পরিণতি এসবের জন্যই।”