কলকাতা: সারা দেশে যখন আলোর উৎসবে মাতোয়ারা তখন বঙ্গ রাজনীতির আকাশে নক্ষত্র পতন৷ কালী পুজোর রাতে প্রয়াত হন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়৷ তিনি ছিলেন, বঙ্গ রাজনীতির অন্যতম স্তম্ভ, মমতা ‘ক্রাইসিস ম্যানেজার’৷ তাঁর মৃত্যুতে শোকাহত অনুব্রত মণ্ডল৷ শোকপ্রকাশের সঙ্গে জানালেন অজানা কিছু কথাও৷
আরও পড়ুন- সুব্রতর কাছে পরাজিত হয়েছিলেন মমতা, কী ভাবে জানেন?
সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে অনুব্রত মণ্ডল বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমার শোকপ্রকাশের কোনও ভাষা নেই। দলের বড় ক্ষতি হয়ে গেল।’ শোকবার্তা এসেছে বিরোধী রাজনৈতিক দলগুলি কাছ থেকেও৷ এরই মাঝে প্রয়াত মন্ত্রীর সঙ্গে নিজের সম্পর্কের স্মৃতিচারণ করলেন অনুব্রত৷ তিনি জানান, তাঁর সঙ্গে সুব্রতর সম্পর্ক ছিল মধুর৷ ছোট ভাইয়ের মতোই তাঁকে দেখতেন সুব্রত৷ একাধিক বিষয়ে তাঁর উপদেশ মেনে চলেছেন অনুব্রত৷ তিনি বলেন, ‘মুখ থেকে কখনও কোনও খারাপ কথা বেরোলে তা সংশোধন করে দিতেন সুব্রত দা। আমাকে অনেক কিছু শেখাতেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের লোক ছিলেন উনি। ওঁনার মৃত্যুতে কষ্ট তো হবেই।’
গ্রাম বাংলার ছেলে অনুব্রত৷ তিনি রেগে গেলে দিশা হারান৷ মুখ মাঝে–মধ্যে অকথা, কুকথা বা গালি গালাজ করে ফেলেন৷ এই দোষ কাটানোর পরামর্শ দিয়ে তাঁকে শুধরেছিলেন সুব্রত মুখোপাধ্যায়। তাঁকে সাফ বলেছিলেন বাংলার রাজনীতিতে অশ্রাব্য ভাষার কোনও স্থান নেই। মানুষ মেনে নেয় না। এখানে মস্তিষ্কের লড়াইটাই আসল৷ বুদ্ধিমত্তা দিয়েই কাজ করে যেতে হয়। সেই কথাগুলো বারবার মনে পড়ছে কেষ্টার৷