ওয়াশিংটন: ২৭ বছরের দাম্পত্য জীবনের পর ঘর ভাঙল বিল গেটসের৷ ইতি পড়তে চলেছে বিশ্বের অন্যতম ধনকুবের বিল গেটস ও তাঁর স্ত্রী মেলিন্ডা গেটসের সম্পর্কে৷ সোশ্যাল মিডিয়ায় সে কথা জানিয়েছেন খোদ মাইক্রোসফট কর্তা৷
আরও পড়ুন- জানতে পারলেন তাঁরা যমজ বোন, ৩৬ বছর পর! গল্প হলেও সত্যি!
ওই টুইটে বিল ও মেলিন্ডা গেটস লিখেছেন, ‘‘অনেক চিন্তাভাবনা ও চেষ্টার পরেও আমরা আমাদের সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি৷ গত ২৭ বছর ধরে আমরা আমাদের তিন সন্তানকে একসঙ্গে বড় করেছি৷ একসঙ্গে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছে৷ যাতে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মানুষ সুস্থ ও প্রগতিশীল হয়ে বাঁচতে পারে৷ তবে এই সংগঠনের স্বার্থে আমরা আগামী দিনেও একসঙ্গে কাজ করব৷ তবে আগামী দিনে স্বামী-স্ত্রী হিসাবে আমাদের পক্ষে থাকা সম্ভব নয়৷’’ সেই সঙ্গে গেটস দম্পতির আর্জি, ‘‘আমাদের পারিবারিক গোপনীয়তা বজায় রাখতে দিন৷ আমাদের একা থাকতে দিন, যাতে আমরাও নতুন জীবনের সঙ্গে মানিয়ে উঠতে পারি৷’’
গেটস দম্পটির বার্তায় এটা স্পষ্ট যে আগামী দিনে ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’-এর কাজ একসঙ্গেই চালিয়ে যাবেন তাঁরা৷ তবে বিচ্ছেদের পর তাঁদের সম্পত্তির বন্টন কিভাবে হবে সে বিষয়ে মুখ খোলেননি কেউই। ১৯৭৫ সালে পল অ্যালেনের সঙ্গে যৌথ উদ্যোগে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেছিলেন বিল গেটস। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে৷ বর্তমানে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি বিল গেটস৷
আরও পড়ুন- রাস্তায় শুয়ে সিংহ, কখনও আবার পায়চারি! বিরল দৃশ্য দেখাল করোনা
১৯৮৭ সালে মাইক্রোসফটের প্রোডাক্ট ম্যানেজার হিসাবে তাঁর সংস্থায় কাজ শুরু করিছিলেন মেলিন্ডা৷ তখন থেকেই তাঁর প্রেমে পড়েছিলেন মাইক্রোসফট কর্তা৷ ১৯৯৪ সালে হাওয়াই দ্বীপপুঞ্জে মেলিন্ডাকে আই ডু বলেন বিল৷ ২৭ বছর পর সেই সম্পর্কেই ইতি পড়ল৷