মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিধানসভায় শপথ নিলেন চার নতুন বিধায়ক, শপথগ্রহণ করালেন স্পিকার

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিধানসভায় শপথ নিলেন চার নতুন বিধায়ক, শপথগ্রহণ করালেন স্পিকার

কলকাতা: বিধানসভা কক্ষে আজ মঙ্গলবার বিধায়ক হিসাবে শপথ নিলেন তার কেন্দ্রের উপনির্বাচনে জয়ী প্রার্থীরা৷ তাঁদের শপথবাক্য পাঠ করালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ খড়দা, গোসাবা, দিনহাটা ও শান্তিপুর কেন্দ্রে জয়ী হয়েছেন যথাক্রমে শোভনদেব চট্টোপাধ্যায়, সুব্রত মণ্ডল, উদয়ন গুহ এবং ব্রজকিশোর গোস্বামী৷ বিধানসভায় উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়৷ 

আরও পড়ুন- বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ, গৃহবধূ ও তার মেয়েকে গ্রামছাড়া করলেন তৃণমূল নেত্রী!

এদিন সবার আগে শপথ নেন উদয়ন গুহ৷ তার পর যথাক্রমে শপথ নেন ব্রজ কিশোর গোস্বামী, শোভনদেব চট্টোপাধ্যায় এবং সুব্রত মণ্ডল৷ তবে তাঁদের শপথ গ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল৷ রাজ্যপাল-স্পিকার সঙ্ঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল৷ অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে জট কাটে৷ রাজ্যপাল বিধায়কদের শপথগ্রহণের দায়িত্ব তুলে দিয়েছিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের হাতে। গতকাল পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, ‘‘আগামীকাল চারজন নতুন বিধায়ক শপথ গ্রহণ করবেন। শপথের পরেই তাঁরা অধিবেশনে যোগ দেবেন। কীভাবে তাঁদের শপথ হবে তা আলোচনা করে ঠিক করে নেব। তবে রাজ্যপাল ওই বিধায়কদের শপথগ্রহণ করাবেন না।’’

সোমবার সন্ধ্যায় নিউটাউনে মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মেলনীতে আমন্ত্রণ জানানো হেয়ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়কে। ওই অনুষ্ঠানেই বিধায়কদের শপথপাঠ করানো নিয়ে তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়৷ এর পরেই রাজভবন থেকে বিধানসভার সচিবালয়কে জানানো হয়, চার জন বিধায়ককে শপথগ্রহণ করাতে পারেন স্পিকার। প্রসঙ্গত, রাজ্যপাল ক্ষমতা প্রত্যাহার করে নেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথবাক্য পাঠ করাতে পারেননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়৷ তাঁকে শপথবাক্য পাঠ করিয়েছিলেন খোদ রাজ্যপাল৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =