কলকাতা: ফের ভাঙন বিজেপি’তে৷ দল ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷ বিজেপি ছাড়ার কথা ঘোষণা করে টুইট করেন অভিনেত্রী৷ তিনি লেখেন, ‘বিজেপি’র সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করলাম৷ রাজ্যের উন্নয়নে স্বার্থে কোনও উদ্যোগ দেখতে পাচ্ছি না বিজেপি’তে৷’
আরও পড়ুন- কুয়াশার কাঁটায় বিদ্ধ রেল,দীর্ঘদিন বাতিল তিস্তা সহ একাধিক দূরপাল্লার ট্রেন
বিধানসভা ভোটের আগে ১ মার্চ কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপি’তে যোগ দিয়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷ তাঁকে বেহালা পশ্চিমের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রার্থী করে দল৷ কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ৫০ হাজারেরও বেশি ভোটে পরাজিত হন তিনি৷ একুশের নির্বাচনে একঝাঁক তারকা প্রার্থী দিয়েছিল বিজেপি৷ তারমধ্যে ছিলেন অঞ্জনা বসু, পায়েল সরকার, হিরণ চট্টোপাধ্যায় এবং যশ দাশগুপ্তের মতো টলিউডের তারকারা। তাঁরা সকলেই পরাজিত হন৷ বেহালা পশ্চিমে প্রার্থী করা হয় শ্রাবন্তীকে৷
বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই ভাঙন ধরেছে বিজেপি’তে৷ একের পর এক নেতা বিধায়করা দল ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন৷ বিজেপি’র ভাঙন অব্যাহত৷ এবার ধাক্কা দিয়ে দল ছাড়লেন শ্রাবন্তী৷ আজ সকালেই টুইট করে দলত্যাগের কথা ঘোষণা করেন অভিনেত্রী৷ ভোটের পর থেকেই তাঁকে আর সে ভাবে দলের কোনও অনুষ্ঠান বা বৈঠকে পাওয়া যায়নি৷ তবে তাঁর রাজনৈতিক অবস্থানও স্পষ্ট করেননি৷ আজ অবস্থান স্পষ্ট করে বিজেপি’র সঙ্গ ছাড়ার কথা সাফ জানিয়ে দিলেন৷ তবে এ বিষয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ তিনি দল বদল করবেন কিনা, তা নিয়েই বাড়ছে জল্পনা৷