যত বেশি বাড়বে, ধপ করে পড়বে, খেজুরী থেকে তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর

যত বেশি বাড়বে, ধপ করে পড়বে, খেজুরী থেকে তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর

খেজুরী: ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে আজ বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ব মেদিনীপুরের খেজুরীতে পদযাত্রা করল বিজেপি৷ বাঁশগোড়া থেকে কামারদা পর্যন্ত পদযাত্রা করেন তাঁরা৷ পদযাত্রা শেষে সভা মঞ্চ থেকে তৃণমূলকে একহাত নেন শুভেন্দু৷ 

আরও পড়ুন- গ্রুপ-ডি নিয়োগে ‘দুর্নীতি’, প্রতিবাদে SFI! পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

এদিন শুভেন্দু বলেন, ২০১০ সালে আজকের দিনেই সশস্ত্র দুষ্কৃতীরা খেজুরী দখল করেছিল৷ আজ তার বর্ষপূর্তি৷ কিন্তু গত কয়েক মাসে প্রায় খেজুরীর ৮ জন মহিলা লাঞ্ছিত হয়েছেন৷ সেই প্রতিবাদেই আজ বাঁশগোড়া থেকে কামারদা পর্যন্ত পদযাত্রা করেছি৷ তিনি বলেন, ইতিহাস জানে এই দোলামুলকে আমি পুনর্জন্ম দিয়েছিলেন৷  আমরা অনেক দম্ভ দেখেছি৷ এই সব বাহাদুরি চলবে না৷ স্বাধীনতার পর কংগ্রেস ছাড়া কোনও দলই ছিল না৷ আজ বিধানসভায় কংগ্রেস শূন্য৷ এক সময় আড়াইশোর কাছাকাছি আসনে জয়ী হয়েছিল সিপিএম৷ ২০০৬-এ জিতেছিল ২৩৫ আসনে৷ আজ একজন বিধায়কও নেই৷ তাই বেশি অহঙ্কার ভালো নয়৷ যে যত বেশি বাড়ে, তত তাড়াতাড়ি ধপ করে পড়ে৷ নাম না করেই তৃণমূলের উদ্দেশে এই হুঁশিয়ারি দেন শুভেন্দু৷ 

এখানেই শেষ নয়, এদিন শুভেন্দু বলেন, ‘‘সিপিএমে-র সবাই খারাপ নয়৷ আমার বহু সিপিএমের বন্ধু শান্তনুকে জেতাতে সাহায্য করেছে৷ বামপন্থীদের বলব আগে আসুন এই তোলামূল, জিহাদিদের পার্টিকে আগে বহিষ্কার করি৷ এরা কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের টাকা মারছে৷ প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে কাটমানি খাচ্ছে৷’’ বিরোধী দলনেতা আরও জানান, বসিরহাটের উপপ্রধান লক্ষ্মীর ভাণ্ডারের ১৩৪টি অ্যাকাউন্টের টাকা নিজের পকেটে ঢুকিয়েছে৷ এই দলকে আগে উৎখাত করতে হবে৷ সুর চড়িয়ে শুভেন্দুর বলেন, ওঁরা বলছে ত্রিপুরাতে গণতন্ত্র নেই৷ ২০১৮ সালে পঞ্চায়েতে ৩৪ শতাংশ আসনে প্রার্থীই দিতে দেয়নি তৃণমূল৷ বিপ্লব দেব ভদ্রলোক বলে ৫১টি আসনে ওরা প্রার্থী দিয়েছে৷  শুভেন্দুর কথায়, ওঁরা কামরাদায় সভা করতে পারছে না৷ বলছে লোক নেই৷ তৃণমূলের লোকেরা পুকুর পাড়ে বসে রয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =