গ্রুপ-ডি নিয়োগে ‘দুর্নীতি’, প্রতিবাদে SFI! পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

গ্রুপ-ডি নিয়োগে ‘দুর্নীতি’, প্রতিবাদে SFI! পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

কলকাতা: দুর্নীতির অভিযোগে এসএসসি দফতর অভিযান করল এসএফআই এবং দুর্নীতির সঙ্গে জড়িত আধিকারিকদের শাস্তির দাবি এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগের দাবি তুলে এদিন বিক্ষোভ দেখায় তারা। একই সঙ্গে তারা এসএসসি চেয়ারম্যানের ইস্তফাও দাবি করেছে। করুণাময়ী থেকে এসএসসি দফতর অভিযান করে এসএফআই। গ্রুপ ডি নিয়োগের দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তাদের। এই অভিযানের ফলে উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা এবং দলীয় কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় পুলিশ কর্মীদের। 

এসএফআই সমর্থকদের এই অভিযান আছে সেই প্রেক্ষিতে আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ এবং তারা ব্যারিকেড করে রেখেছিল। কিন্তু সমর্থকদের মিছিল সেখানে আসতেই তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে এবং সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। মহিলা পুলিশের সঙ্গে কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়েন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তাঁকে হাত ধরে টানতে টানতে নিয়ে যাওয়া হয় পুলিশের ভ্যান পর্যন্ত। একই সঙ্গে সিপিএমের অন্যান্য সদস্য এবং সমর্থকরা পুলিশের সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করতে থাকে। ইতিমধ্যেই এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং আপাতত করুণামীয়ের ওই অঞ্চলে অবস্থানে বসে পড়েছে সিপিএম সমর্থকরা। যার নেতৃত্ব দিচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায়।

এদিকে আজই কলকাতা হাইকোর্ট এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির মামলায় সিঙ্গেল বেঞ্চের রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছে। তিন সপ্তাহের জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। তাই আপাতত সিবিআই এই ইস্যুতে অনুসন্ধান করতে পারবে না। এই প্রেক্ষিতে বিচারপতি হরিশচন্দ্র প্রশ্ন করেন যে গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতে সিবিআই অনুসন্ধান হলে সমস্যা কোথায়। যার উত্তরে এ জি বলেন, উত্তরপ্রদেশের লখিমপুরের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়নি আর এই মামলায় সিবিআই তদন্তের কোনো প্রয়োজন নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 12 =