কলকাতা: বিস্তর বাধা, আইনি ঝঞ্ঝাট কাটিয়ে শুরু হয়েছে দুয়ারে রেশন প্রকল্প৷ এরই মাঝে বিতর্কের ঝড়৷ দুয়ারে রেশন প্রকল্পের রেশন পৌঁছল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে৷ তাঁর বাড়িতেই বসল দুয়ারে রেশনের ক্যাম্প৷
আরও পড়ুন- আগামী বছরে কত দফায় পুরভোট? হাইকোর্টে হলফনামা কমিশনের
ঘটনাটি ঘটেছে দেগঙ্গার চাপাতলা গ্রাম পঞ্চায়েতে৷ তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূলেরই গ্রাম পঞ্চায়েতের সদস্য৷ যার জেরে শোরগোল পড়ে গিয়েছে৷ চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের সদস্য হাবিব রেজা চৌধুরী গ্রাম পঞ্চায়েত সদস্যা তাহমিনা বিবি এবং তাঁর স্বামী একে.এম কামরুজ্জামানের বিরুদ্ধে দুয়ারে রেশন প্রকল্প নিয়ে স্বজনপোষণের অভিযোগ তুলেছেন। অভিযোগ, তাঁরা নিজেদের বাড়িতে দুয়ারের রেশন ক্যাম্প বসিয়েছেন৷ ৪৮ নম্বর রেশন ডিলার এই ক্যাম্প করেছে৷ ওই ক্যাম্পে দুর্নীতি হয়েছে বলেও তাঁর অভিযোগ৷
এদিকে, এই অভিযোগ সামনে আসতেই আক্রমণ শানিয়েছে বিরোধী শিবির৷ ‘পঞ্চায়েত সদস্যা কীভাবে নিজের বাড়িতে ক্যাম্প করলেন? প্রশ্ন তোলেন স্থানীয় বিজেপি নেতা চন্দন দাস৷ তাঁর কথায়, ‘দুর্নীতি করতেই নিজের বাড়িতে দুয়ারে রেশন ক্যাম্প করেছিলেন পঞ্চায়েত সদস্যা।’ অন্যদিকে, তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যার পাল্টা বক্তব্য,‘‘গোসাইপুর এলাকা অনকটাই বড়। প্রথমে হাফ কিলোমিটার দূরে একটা আইসিডিএস সেন্টারে রেশন ক্যাম্প করা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ ৫০০ মিটারের মধ্যে দুয়ারে রেশনের ক্যাম্প করতে হবে৷ সে কারণেই ক্যাম্প সরিয়ে আনা হয়েছে। এর জন্য গ্রামের মানুষ কোনও অভিযোগ করেনি। অথচ আমাদের দলের লোকদেরই সমস্যা হচ্ছে।’