কলকাতা: চলতি মাসের ১৯ তারিখ কলকাতার পুরভোট অনুষ্ঠিত হতে চলেছে। কিন্তু এই নির্বাচন নিয়ে প্রথম থেকেই বিরোধিতা করে এসেছে বিজেপি এবং দাবি করেছে যাতে সব জায়গার নির্বাচন একসঙ্গে হয়। কিন্তু এই সিদ্ধান্ত কেন নেওয়া সম্ভব হয়নি তা এর আগেই আদালতে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তবে আগামী বছর কোন মাসের মধ্যে কত দফায় ভোট চাইছে রাজ্য সেই ব্যাপারে আদালতে আজ হলফনামা দিয়েছে তারা। জানানো হচ্ছে, মে মাসের মধ্যে ভোট চাইছে রাজ্য সরকার।
এদিন আদালতে হলফনামা দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী বছর মে মাসের মধ্যে ৬ থেকে ৮ দফায় নির্বাচন চাইছে রাজ্য সরকার। কমিশনের বক্তব্য, এই মুহূর্তে তাদের কাছে আছে ১৫ হাজার ৬৮৭ ইভিএম। কলকাতার ভোটে ব্যবহার করা হবে ৭ হাজার ২১০টি ইভিএম। এদিকে করোনাভাইরাস পরিস্থিতির কথা মাথায় রেখেই ভোটের দফা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে সাধারণ ভোটারদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই আগামী মে মাসের মধ্যে এতগুলি দফায় ভোট করাতে চাইছে রাজ্য। এদিকে এই নির্বাচন যে রাজ্য পুলিশ দিয়ে হবে তার ইঙ্গিত আগে থেকেই মিলেছে। নির্বাচন কমিশনের ভাবনায় যে কেন্দ্রীয় বাহিনী নেই তারা তারা আগেই প্রকাশ করে দিয়েছিল। এখন এই নিয়ে অন্য বিতর্ক সৃষ্টি হবে বলে ধারণা।
পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা করেছে বিজেপি। তাই এখন ভোটে রাজ্য পুলিশ থাকবে না কেন্দ্র বাহিনী, সেটা এখনও স্পষ্ট করে বলা যাবে না। যদিও শুক্রবার কলকাতা পুলিশের যুগ্ম-কমিশনার রাজ্য নির্বাচন কমিশনে এসে দেখা করেন এবং সেখানে পুরভোট নিরাপত্তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।