দুর্ঘটনার কবলে জেনারেল বিপিন রাওয়াত, খবর পেয়েই দুঃখ প্রকাশ, বৈঠক ছাড়লেন মমতা

দুর্ঘটনার কবলে জেনারেল বিপিন রাওয়াত, খবর পেয়েই দুঃখ প্রকাশ, বৈঠক ছাড়লেন মমতা

মালদা: মালদায় তখন চলছে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক৷ সেই সময় তামিলনাড়ুতে ভেঙে পড়ে চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের চপার৷ খবর পেয়েই দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘দুঃখ প্রকাশের ভাষা আমাদের নেই৷ আমরা ব্যথিত৷ সকলের প্রতি সমবেদনা জানিয়ে বৈঠক শেষ করে দেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, আরও কিছু আলোচনার ছিল৷ কিন্তু এমন একটা দুঃসংবাদ পাওয়ায় একটু আগেই বৈঠক শেষ করলাম৷’ এর পরেই বৈঠক ছাড়েন মুখ্যমন্ত্রী৷ 

আরও পড়ুন- দলের নির্দেশ অগ্রাহ্য, তৃণমূল থেকে বহিস্কৃত তনিমা-সচ্চিদানন্দ

বুধবার দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ কুন্নুরে গভীর জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে সেনার এমআই- ১৭ কপ্টারটি। ভেঙে পড়ার পরেই হেলিকপ্টারে আগুন ধরে যায়। ওই চপারেই সওয়ার ছিলেন সস্ত্রীক চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত৷ ছিলেন অন্যান্য সেনাকর্তারাও৷  দুর্ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর মিলেছে৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ভারতের সিডিএস বিপিন রাওয়াত। তাঁর দুর্ঘটনার খবরে দেশ জুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। সেনাবাহিনীর তরফে  তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। তবে, বায়ুয়েনা সূত্রের খবর, দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিপিন রাওয়াত।

১৯৫৮  সালে উত্তরখণ্ডের পৌরি গাড়ওয়াল জেলায় জন্মগ্রহণ করেন বিপিন লক্ষ্ণণ সিং  রাওয়াত। তাঁর বাবাও ছিলেন সেনাবাহিনীর জেনারেল ৷  তবে তিনি সেনাপ্রধান হননি৷ তাঁর বাবার নাম লক্ষণ সিং রাওয়াত।  ক্যামব্রিয়ান হল (দেহরাদুন), সিমলার সেন্ট এডওয়ার্ড স্কুল এবং সবশেষে ‘ভারতীয় সামরিক একাডেমি’ থেকে পাশ করেন রাওয়াত৷ ভালো ফল করায় তিনি ‘সোর্ড অফ অনার’ পান৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − six =