দলের নির্দেশ অগ্রাহ্য, তৃণমূল থেকে বহিস্কৃত তনিমা-সচ্চিদানন্দ

দলের নির্দেশ অগ্রাহ্য, তৃণমূল থেকে বহিস্কৃত তনিমা-সচ্চিদানন্দ

কলকাতা: পুরভোট নির্বাচনের প্রার্থী ঘোষণা হওয়ার আগে অনেকেই ভেবেছিলেন যে এবার টিকিট পাবেন সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়। কিন্তু সেই রকম কিছু ঘটেনি উল্টে তিনি নির্দল প্রার্থী হয়েছেন ‘জোড়া পাতা’ প্রতীকে। তনিমা ছাড়াও নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা ঘটানোর পরে দলীয় নির্দেশ এসেছিল যাতে তাঁরা মনোনয়ন প্রত্যাহার করে নেন কিন্তু সেটা করেননি কেউই। অবশেষে দলীয় নির্দেশ অগ্রাহ্য করার কারণে এই দু’জনকে বহিষ্কার করল ঘাসফুল শিবির।

এতদিনে ৬৮ নম্বর ওয়ার্ডের দেওয়াল ভরে গিয়েছিল সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়ের ছবিতে৷ পাশে আঁকা ছিল তৃণমূলের জোড়া ফুল। কিন্তু সকলকে চমক দিয়ে তৃণমূল সুদর্শনাকে টিকিট দেওয়ায় ফুল মুছে জোড়া পাতা প্রতীকেই এবার লড়ছেন তনিমা৷ পোস্টারের নীচে লেখা ‘সুব্রত মুখোপাধ্যায়ের নিজের বোন’৷ অন্যদিকে ৭২ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন সচ্চিদানন্দ, যিনি তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর এবং কলকাতা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। টিকিট না পাওয়ায় দু’জন নির্দল প্রার্থী হয়েছেন কিন্তু তাঁদের মনোনয়ন প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিল দল। সেই নির্দেশ অনুযায়ী কাজ না করার জন্য এখন দল থেকেই বহিস্কৃত দুজনে। এর আগে সচ্চিদানন্দের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিল ঘাসফুল শিবির এবং তাঁকে বোঝানোর চেষ্টা করা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনো অসুবিধা করতে পারেনি শাসক শিবির। তাই কঠোর সিদ্ধান্ত নিতে হল।

এদিকে, দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পর যখন তনিমা প্রচারে নেমেছেন তখন তাঁর বক্তব্য, “কেউ যেন আমাকে সুব্রত মুখোপাধ্যায়ের খুড়তুতো বা জেঠতুতো বোন না ভাবেন। প্রত্যেকে জানেন না আমি সুব্রতবাবুর নিজের বোন।” আসলে তনিমার যে পোস্টার পড়েছে সব জায়গায় সেখানে লেখা রয়েছে, ‘সুব্রত মুখোপাধ্যায়ের নিজের বোন’। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − nine =