কপ্টার ভাড়া নিচ্ছে রাজ্য, উড়বে মাসে ৪৫ ঘণ্টা, হাঁকা হল দরপত্র

কপ্টার ভাড়া নিচ্ছে রাজ্য, উড়বে মাসে ৪৫ ঘণ্টা, হাঁকা হল দরপত্র

কলকাতা:  পাঁচ বছরের জন্য হেলিকপ্টার ভাড়া নিচ্ছে রাজ্য সরকার৷ পরিবহণ দফতরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এর জন্য দরপত্রও হাঁকা হয়েছে৷ চাপারে কী কী বৈশিষ্ট থাকবে সেই কথাও উল্লেখ করা হয়েছে৷ বলা হয়েছে, ভিআইপি’রা সফর করতে পারেন সেই সুবিধা থাকতে হবে হেলিকপ্টারে৷ চপারটি দুটি ইঞ্জিন বিশিষ্ট হতে হবে৷ সেই সঙ্গে কম করে ছয় জন বসতে পারেন, এমন কপ্টারই নেওয়া হবে৷ মাসে ৪৫ ঘণ্টা পর্যন্ত কপ্টারটি চালানো হবে বলেও উল্লেখ করা হয়েছে৷   

আরও পড়ুন- রাজ্য কমিটির পর জেলা কমিটিতেও ব্যাপক বদবদল! বিদ্রোহ বিজেপি’র অন্দরে

এর আগে শোনা গিয়েছিল, চাটার্ড বিমান ভাড়া নিতে পারে রাজ্য সরকার৷ তবে বিমান নয়, কপ্টার ভাড়া নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হল৷ গত ১৪ ডিসেম্বর প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ওয়েট লিজ’ পদ্ধতিতে চপার ভাড়া নিতে চায় রাজ্য সরকার। এপ্রসঙ্গে বলে রাখা ভাল, বিমান কিংবা হেলিকপ্টার লিজ নেওয়ার ক্ষেত্রে দুটি পদ্ধতি রয়েছে। একটি ‘ওয়েট’ ও অপরটি ‘ড্রাই’ লিজ। ‘ওয়েট’ লিজের ক্ষেত্রে চপার ভাড়া দেওয়া সংস্থার দায়িত্বেই থাকবে চালক ও অন্যান্য কর্মীদের ব্যবস্থা করার বিষয়টি। এমনকী চপার রক্ষণাবেক্ষণের দায়িত্বও থাকবে তাঁদের হাতে৷ 

দরপত্র চাওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষে বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে৷ বলা হয়েছে, কপ্টারটি আট বছরের বেশি পুরনো হলে চলবে না৷ আকাশপথে সফরের জন্য যে সকল নিয়ম রয়েছে, তা যেন ওই সংস্থা মেনে চলে। এ ব্যাপারে রাজ্য সরকার কোনও দায়িত্ব বহন করবে না৷ রাজ্য পরিবহণ দফতরের ফ্লাইং ট্রেনিং ইন্সটিটিউটের ডিরেক্টরের নির্দেশ মেনে রাজ্য সরকারের প্রয়োজন মাফিক কপ্টারটি চালাতে হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − ten =