কেন হাওড়া পুরনিগমকে বাদ রেখে ভোট? প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা হাই কোর্টে

কেন হাওড়া পুরনিগমকে বাদ রেখে ভোট? প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা হাই কোর্টে

d4e3bf00e0250202271f74484ad43aec

কলকাতা:  হাওড়া ও বালি পুরভোট নিয়ে জট অব্যাহত৷ অবিলম্বে হাওড়ায় পুরভোট চেয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে৷ পুর নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়েছে৷ কেন হাওড়া পুরনিগমকে বাদ রেখে ভোট হবে৷ বালি পুরসভাকে আলাদা করার বিলে কেন বিভ্রান্তি? প্রশ্ন তুলে মামলা দায়ের৷  

আরও পড়ুন- ‘পাগলে’র হাতে রাজ্যের হিসাব রক্ষার ভার’, মুকুলকে বিঁধলেন শুভেন্দু

মামলাকারীর বক্তব্য, তাঁরা চান না কোনও ভাবেই হাওড়া পুরসভার নির্বাচন বন্ধ রাখা হোক৷ তাঁদের বক্তব্য, ২০১৮ সালে হাওড়া পুরসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছে৷ তার পর থেকে প্রশাসক বসিয়ে হাওড়া পুরসভার কাজ চলছে৷ কেন হাওড়া পুরনিগমের ভোট বন্ধ রাখা হয়েছে, তারা তা জানতে চান না৷ তাঁরা চান, অবিলম্বে হাওড়া পুরভোট করানোর বন্দোবস্ত করানো হোক৷

পাশাপাশি মামলাকারীর আরও বক্তব্য, নির্বাচন কমিশনের তরফে কলকাতা হাইকোর্টে বলা হয়েছিল পাঁচটি পুরনিগমের ভোট একসঙ্গে করা হবে৷ এর মধ্যে হাওড়া পুরনিগমও ছিল৷ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টে বিবৃতি দিয়ে বলেছিলেন হাওড়া ও বালি পুরসভার সংক্রান্ত বিলে সই করে দিয়েছেন রাজ্যপাল৷ যদিও পরবর্তী সময়ে রাজ্যপালের তরফে পাল্টা বিবৃতিতে জানানো হয়, তিনি হাওড়া পুরসভা সংক্রান্ত বিলে সই করেননি৷ ফলে কারা এই বিভ্রান্তি ছড়াচ্ছেন বা কোন স্তর থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তা জানতে তদন্তের দাবিও করা হয়েছে৷ 

মামলাকারীর দাবি, অবিলম্বে কমিশনের বিজ্ঞপ্তি খারিজ করে হাওড়া পুরনিগমকে সংযুক্ত করে পাঁচটি পুরনিগমে একসঙ্গে ভোট করানোর বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে৷ প্রধান বিচারপতির এজলাসে এই আবেদন করা হয়েছে৷ প্রসঙ্গত, গতকালই ইমেল মারফত গোটা বিষয়টি সম্পর্কে তিনি বিচারপতিকে অবগত করেছিলেন৷ এর পরেই তাঁদের মামলা করার অনুমতি দেওয়া হয়৷ সেই প্রেক্ষিতেই আজ মামলা দায়ের করা হয়েছে৷ কবে শুনানি শুরু হবে, সেটাই এখন দেখার বিষয়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *