কলকাতা: রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ৷ এই পরিস্থিতিতে আগামী ২২ জানুয়ারি রাজ্যের ৪ পুরনিগমের ভোট৷ কিন্তু করোনা পরিস্থিতিতে কী ভাবে হবে পুরভোট? তড়িঘড়ি বৈঠক ডাকল কমিশন৷ সোমবার বিকেলেই হবে প্রশাসনিক বৈঠক৷ বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য সচিব, স্বরাষ্ট্রসচিব এবং স্বাস্থ্যসচিব৷
আরও পড়ুন- লোকাল ট্রেনে উপচে পড়া ভিড়, শিকেয় করোনা বিধি, কোথায় সরকারি নির্দেশ?
সংক্রমণ রুখতে সোমবার থেকে করোনা বিধি লাগু হলেও ভোটের দিনে কোনও বদল আসছে না৷ আগামী ২২ জানুয়ারি নির্ধারিত সময়েই চন্দননগর, শিলিগুড়ি, বিধাননগর ও আসানসোল কর্পোরেশনের ভোট হবে বলে কমিশন সূত্রে খবর৷ কিন্তু কী ভাবে হবে ভোট? সভাতেই বা কতজন উপস্থিত থাকতে পারবেন? কারণ গতকাল বলা হয়েছে, সভায় ২০০ জনের বেশি মানুষ থাকতে পারবে না৷ সেই প্রেক্ষাপটে আজ রাজ্য নির্বাচন কমিশন মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ও স্বাস্থ্য সচিব, এই তিন সচিবের সঙ্গে বৈঠকে বসছে৷ ফলে কোন পদ্ধতিতে ভোট করানো হবে, তা নির্ধারন করা রহবে আজ বিকেলের ভার্চুয়াল বৈঠকে৷ বেলা ৩টে নাগাদ বৈঠক হবে বলে কমিশন সূত্রে খবর৷ কোভিড প্রেক্ষাপটে কী ধরনের গাইডলাইন জারি করা হবে, আজকের বৈঠকে তা আলোচনা করা হবে৷ সরকারি গাইডলাইন মেনে রাজ্য নির্বাচন কমিশন একটি পৃথক গাইডলাইন তৈরি করবে৷ আজই সেই গাইডলাইন প্রকাশ করা হবে৷