লোকাল ট্রেনে উপচে পড়া ভিড়, শিকেয় করোনা বিধি, কোথায় সরকারি নির্দেশ?

লোকাল ট্রেনে উপচে পড়া ভিড়, শিকেয় করোনা বিধি, কোথায় সরকারি নির্দেশ?

বর্ধমান:  ক্রমেই উর্ধ্বমুখী করোনার গ্রাফ৷ সংক্রমণ রুখতে লাগু হয়েছে কোভিড বিধি৷ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সন্ধ্যা ৭টার পর বন্ধ থাকবে লোকাল৷ ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে রেল৷ কিন্তু কে নজর রাখবে ভিড়ের উপর? তাই সরকারি নির্দেশিকাই সার৷ ট্রেনে উপচে পড়ল মানুষের ভিড়৷ সোমবার বর্ধমান স্টেশনের ছবি দেখলে আতকে উঠতে হয়৷ 

আরও পড়ুন- কোভিড বিধি লাগু হলেও বন্ধ হচ্ছে না ‘দুয়ারে রেশন’, খারিজ ডিলারদের আবেদন

প্রচুর মানুষ নিত্যদিন ট্রেনে চেপে যাতায়াত করেন৷ তাঁদের কাছে ট্রেনই একমাত্র যোগাযোগের ভরসা৷ এদিকে সংক্রমণ রুখতে লাগু হয়েছে বিধি নিষেধ৷ এরই মধ্যে সোমবার সকালে বর্ধমান-হাওড়া বা বর্ধমান-আসানসোল লাইনের লোকাল ট্রেনগুলিতে দেখা গেল বাদুড়ঝোলা ভিড়। সেখানে শিকেয় করোনাবিধি৷ ট্রেন আসতেই শুরু হল ঠেলাঠেলি৷ তার উপর অধিকাংশের মুখেই মাস্ক নেই৷ তাই সরকারি নির্দেশিকা মেনে পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চালানো যে কার্যত অসম্ভব, তা প্রায় স্পষ্ট৷

এখানেই শেষ নয়, সন্ধে সাতটার পর থেকে বন্ধ থাকবে লোকাল ট্রেন। সন্ধের পর থেকে চলবে শুধু স্টাফ স্পেশাল। ফলে ভিড় যে আরও বাড়বে তা প্রায় স্পষ্ট৷ এক নিত্যযাত্রীর কথায়, “এই সিদ্ধান্তে অসুবিধে হবে। শুধু আমার বলে নয়, প্রত্যেকেরই অসুবিধে হবে। সাতটার মধ্যে শেষ ট্রেন ধরতে না পারলে পরের দিন সকালবেলার ট্রেন অথবা বাস ধরে বাড়ি ফিরতে হবে। সেখানে করোনা বিধি মানা প্রায় অসম্ভব৷ সন্ধের পর লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো উচিত। কারণ সেই সময় ভিড় খুবই বেশি থাকে।”   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 11 =