‘এই তৃণমূল আর না’, বাবুলের গানেই আসানসোলে প্রচার শুরু BJP-র

‘এই তৃণমূল আর না’, বাবুলের গানেই আসানসোলে প্রচার শুরু BJP-র

কলকাতা:  রাজনৈতিক সন্ন্যাস ভেঙে প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয় এখন তৃণমূল নেতা৷ কিন্তু বিজেপি’তে থাকাকালীন তাঁর গাওয়া গানই কাঁটা হয়ে বিঁধছে তৃণমূলের গায়ে৷ ত্রিপুরায় পুরভোটের আগে বাবুলের সামনেই বাজানো হয়েছিল ‘এই তৃণমূল আর না’৷ সেই গানে বেশ অস্বস্তিতে পড়তে হয়েছিল বাবুলকে৷ এবার বাবুলের লোকসভা কেন্দ্র আসানসোলে বাবুলের গান বাজিয়েই প্রচারে নামল বিজেপি৷

আরও পড়ুন- TMC-র শক্তির ভরকেন্দ্র ধীরে ধীরে সরে যাচ্ছে: দিলীপ

দীর্ঘ সাত বছর বিজেপি’র ঘরে কাটিয়ে এখন তৃণমূলের সদস্য আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয়৷ মন্ত্রিত্ব হারানোর পর থেকেই বেসুর হয়েছিলেন বাবুল৷ এর পরে জল্পনা সত্যি করে দল বদলে তিনি যোগ দেন শাসক দলে৷ সেই সঙ্গে সাংসদ পদ থেকেও ইস্তফা দিযে দেন৷ প্রসঙ্গত, ২০১৪ ও ২০১৯ পর পর দুটি লোকসভা ভোটেই আসানসোল থেকে বিজেপির টিকিটে সাংসদ হয়েছিলেন গায়ক। ২০১৯ সালে লোকসভা ভোটের আগে তৃণমূলকে বিঁধতে ‘এই তৃণমূল আর না’ গানটি লিখেছিলেন খোদ বাবুল৷ গেয়েছিলেন নিজেই৷ ওই গানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেশ কিছু শব্দে বিঁধেছিলেন বাবুল। পরিবর্তিত পরিস্থিতিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি ছাড়লেও তাঁর গাওয়া গান রয়ে গিয়েছে বিজেপি’তেই৷ যা দিয়ে এখনও শাসক দলকে আক্রমণ শানিয়ে চলেছে গেরুয়া শিবির৷ 

এদিকে ওই গান নিয়ে বাবুলের বক্তব্য ছিল,  শিল্পি হিসেবে গানটি গেয়েছিলেন তিনি৷ আগামী দিনে তৃণমূলের হয়েও গান গাইবেন।’’ পরিস্থিতি সামাল দিতে বাবুল বা তৃণমূল যাই বলুক না কেন, আসানসোল পুরভোটের প্রচারে বিজেপির কাছে বড় ‘হাতিয়ার’ হয়ে উঠেছে প্রাক্তন সাংসদের গাওয়া সেই বিখ্যাত গানটিই। 


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + eight =