কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কবলে সুন্দরবনের মৎস্যজীবী, টেনে নিয়ে গেল দক্ষিণরায়

কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কবলে সুন্দরবনের মৎস্যজীবী, টেনে নিয়ে গেল দক্ষিণরায়

 ক্যানিং: কাঁকড়া ধরতে যাওয়াই কাল হল তাঁর৷ গভীর জঙ্গল থেকে বাঘে টেনে নিয়ে গেল মৎস্যজীবীকে৷ রবিবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে বসিরহাট রেঞ্জ অফিসের ঝিলার জঙ্গলে৷ এখনও ওই মৎস্যজীবীর দেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলেই খবর৷ দেহ উদ্ধারের চেষ্টা চলছে৷ দেহ তল্লাশিতে হাত লাগিয়েছে স্থানীয় মানুষরাও৷ 

আরও পড়ুন- ‘বাংলা গণতন্ত্রের গ্যাস চেম্বার হয়ে যাচ্ছে’, মহাত্মা গান্ধীর মৃত্যু দিবসে ফের নিশানা ধনকড়ের

আর্থিক অনটনের মধ্যে অতি কষ্টে দিন কাটে তাঁদের৷ পরিবারের মুখে দু’মুঠো অন্ন তুলে দিতেই কাঁকড়া ধরতে গিয়েছিল ওই মৎস্যজীবী৷ আর ঠিক তখনই বাঘের মুখে পড়ে যান তিনি৷ প্রাণ হারান কুমিরমারীর বাসিন্দা অরবিন্দ বিশ্বাস৷  রবিবার খুব ভোরেও নৌকা নিয়ে ঝিলার তিন নম্বর জঙ্গলে গিয়েছিলেন তিনি৷ তাঁর সঙ্গে আরও দু’দন গিয়েছিলেন কাঁকড়ার খোঁজে৷ অরবিন্দবাবু নৌকা থেকে নামতেই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ৷ তাঁকে টেনে নিয়ে যায় গভীর জঙ্গলে৷ কোনও রকমে প্রাণ বাঁচিয়ে ফিরে আসেন তাঁর দুই সঙ্গী৷ তবে বাঘের মুখ থেকে অরবিন্দবাবুকে রক্ষা করার সাহস তাঁদের হয়নি৷ তবে তাঁরা ফিরে এসেই রেঞ্জ অফিসের আধিকারিকদের খবর দেন৷ তাঁরা দেহ উদ্ধারে নেমেছে৷ 

জানা গিয়েছে, অরবিন্দবাবুর বাড়িতে তাঁর স্ত্রী ও দুই ছেলে রয়েছে। এমন অকালমৃত্যুতে শোকে পাথর হয়ে গিয়েছে গোটা পরিবার। কাঁকড়া ধরতে যাওয়ায় অরবিন্দের কাছে কোনও সরকারি পরিচয়পত্র ছিল না বলেই জানা গিয়েছে। প্রসঙ্গত, এই অঞ্চলে এর আগেও একাধিক মৎস্যজীবী কাঁকড়া ধরতে গিয়ে প্রাণ হারিয়েছেন৷ অনেকে আবার লড়াই করে প্রাণ হাতে নিয়ে ঘরে ফিরেছেন৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *