দ্রুত নিয়োগের দাবিতে #দিদি_কথা_রাখুন হ্যাশট্যাগে বিক্ষোভ হবু শিক্ষকদের

দ্রুত নিয়োগের দাবিতে #দিদি_কথা_রাখুন হ্যাশট্যাগে বিক্ষোভ হবু শিক্ষকদের

কলকাতা:  প্রাইমারি টেট পাস ট্রেন্ড নট-ইনক্লুডেড প্রার্থীদের ইনক্লুড করে দ্রুত নিয়োগের দাবিতে গণ টুইট কর্মসূচি নিলেন চাকরিপ্রার্থীরা৷ তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২০ সালের ১১ নভেম্বর নবান্নে একটি সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, ‘‘২০১৪ সালের প্রাইমারি টেট পাস ট্রেন্ড ২০ হাজার চাকরি প্রার্থীদের মধ্যে দ্রুত সাড়ে ১৬ হাজার নিয়োগ করা হবে৷ পরে বাকি প্রার্থীদেরও ধাপে ধাপে নিয়োগ করা হবে৷ কিন্তু সেই প্রতিশ্রুতি এখনও পালন করা হয়নি৷ 

আরও পড়ুন- ‘অবিলম্বে নিয়োগ চাই’, দাবি জানিয়ে PSC ভবনের সামনে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

চাকরিপ্রার্থীরা বলেন, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পর  প্রায় কুড়ি হাজার টেট পাস ট্রেন্ড চাকুরিপ্রার্থী ও তাঁদের পরিবার আশার আলো দেখেছিল। পর্ষদ প্রায় ১৩ হাজার প্রার্থীকে ইনক্লুড করে নিয়োগ করে এবং বাকি প্রার্থীদের NOT INCLUDED in the present merit list করে দেওয়া হয়৷ মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি সত্ত্বেও কেন  সকলকে নিয়োগ করা হল না তা স্পষ্ট নয়। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও প্রায় ৭ হাজার প্রার্থী বঞ্চিত হয়েছে বলে অভিযোগ। তাঁদের চাকরি পাওয়ার বয়স সীমা প্রায় শেষের দিকে।

‘২০১৪ প্রাইমারি টেটপাস ট্রেন্ড নট ইনক্লুডেড ক্যান্ডিডেটস একতা মঞ্চে’র পক্ষ থেকে গত ১৩ জানুয়ারি বৃহস্পতিবার প্রায় ২০০০ চাকরিপ্রার্থী সল্টলেকে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ(এপিসি ভবন)-এর সামনে শান্তিপূর্ণ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। অভিযোগ, সেই সময় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য বলেন, সরকার এমন কোনও ঘোষণা করেনি। তাই আজ বুধবার একতা মঞ্চের পক্ষ থেকে প্রায় ৫০০০ ক্যান্ডিডেট মুখ্যমন্ত্রীকে টুইট করেন। #দিদি_কথা_রাখুন ট্যাগে প্রতিবাদ জানান চাকরিপ্রার্থীরা৷  
 

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 7 =