আবাসনের হ্যান্ডসম, মিশুকে ছেলেটাই জঙ্গি! তাজ্জব বাসিন্দারা

আবাসনের হ্যান্ডসম, মিশুকে ছেলেটাই জঙ্গি! তাজ্জব বাসিন্দারা

কলকাতা: এ যেন একেবারে দুয়ারে জঙ্গি! আবাসনের যে ছেলেটা সবার কাছে ভদ্র, নম্র স্বভাবের, যে ছেলেটা বউয়ের সঙ্গে থাকে এবং আবাসনের সকলের সঙ্গে মিশে গিয়েছে, যে ছেলেটা আবাসনের যে কোনও অনুষ্ঠানের মধ্যমণি, সেই ছেলেটাই নাকি জঙ্গি! মানতে পারছে না ডানলপের ওই আবাসনের বাসিন্দারা। খবর সামনে আসতেই তারা সকলে তাজ্জব। এও সম্ভব? আসলে এটাই সত্যি ঘটনা। ওই আবাসনে থাকা তমাল চৌধুরী আদতে বাংলাদেশের জেএমবি জঙ্গি নুর নবি। তাকে গ্রেফতার করার পরেও ওই আবাসনবাসীদের মধ্যে আতঙ্কের পরিবেশ।

আরও পড়ুন- Budget 2022: NPS-এ বাড়ল কর ছাড়ের হার, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা বাজেটে

উত্তর ২৪ পরগনার ডানলপের এক আবাসনে থাকত তমাল ওরফে নূর। তার সঙ্গে একটি মেয়েও থাকত যাকে সে নিজের স্ত্রী বলে পরিচয় দিত। আবাসনের যে কোনও অনুষ্ঠানে সামিল হত সে, সকলের সঙ্গে ভদ্র ব্যবহার করত। আবাসনের প্রায় প্রত্যেকের সঙ্গেই যখন দেখা হত তখনই কথা বলত সে, হাসি মুখে। তাই এই ছেলেটা যে জঙ্গি হতে পারে তা এখনও পর্যন্ত বিশ্বাস করতে পারছে না কেউ। ইন্টারপোল থেকে পাওয়া বিশেষ সূত্রের ভিত্তিতে আজ তাকে গ্রেফতার করেছে গোয়েন্দারা। আজ সকালে যখন ওই আবাসনে পৌছয় গোয়েন্দারা তখনও কারোর সন্দেহ হয়নি যে এই সত্যি লুকিয়ে রয়েছে তাদের সকলের মধ্যে। অনেকেই ভাবতে শুরু করেন যে হঠাৎ তাদের আবাসনে গোয়েন্দারা কেন। কিন্তু যখন সত্যিটা সামনে এল তখন সবাই নিশ্চুপ। পরে গোটা বিষয় জানতে পেরে আতঙ্কিত তারা।

এদিকে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ধৃত জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় পাসপোর্ট। এছাড়াও তারা জানিয়েছে যে, এই নূরের বিরুদ্ধে কমপক্ষে ২৪ টি মামলা রয়েছে বাংলাদেশে। খুন, রাহাজানি, অস্ত্র পাচারের মতো গুরুতর মামলায় অভিযুক্ত সে। দেশ ছেড়ে পালিয়ে সে প্রথমে ওমানে চলে যায়। সেখানে রঙ মিস্ত্রির কাজ করত সে। পরে তার এক সঙ্গী ধরা পড়লে সে কলকাতায় চলে আসে। শুরুতে নিউ মার্কেটে মাছ বিক্রি করত নূর। পরে মধ্যমগ্রামের বাসিন্দা এক তরুণীর সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়। এরপর থেকেই এই আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়েছিল সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − five =