কলকাতা: বিভেদ যেন আরও স্পষ্ট হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অদৃশ্য টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছিল তা আরও যেন পরিষ্কার হয়ে যেতে শুরু করেছে। কারণ এবার সোশ্যাল মিডিয়াতে একের পর এক পোস্ট করছেন অভিষেক অনুগামীরা। পোস্ট করা হচ্ছে ‘এক ব্যক্তি, এক পদ’ সমর্থন করে। যা নিয়ে এখন নতুন করে তোলপাড় রাজ্য রাজনীতি। এই বিষয়ে ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছেন মহানাগরিক ফিরহাদ হাকিম।
আরও পড়ুন- বিনা প্রতিদ্বন্দিতায় জয়, ভোট বাতিলের দাবিতে আদালতে যাচ্ছে বিজেপি
সোশ্যাল মিডিয়া জুড়ে দেখা যাচ্ছে ‘এক ব্যক্তি, এক পদ’ সমর্থন করে একাধিক পোস্ট। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই পদক্ষেপের কথা ঘোষণা করেছিলেন ঠিকই, কিন্তু তার সঙ্গেও তিনি বেশ কিছু কথা বলেছিলেন। তবে তার ক্ষেত্র ছিল অন্য। এখন এই দাবিকেই এভাবে প্রকাশ্যে সমর্থন করে নানা পোস্ট করা হচ্ছে। শুধু অভিষেক অনুগামীরা নন, এই পোস্ট করছেন তাঁর পরিবারের সদস্যরাও। আকাশ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অগ্নিশা বন্দ্যোপাধ্যায় সকলেই পোস্ট করছেন। আকাশ এবং অগ্নিশা হলেন অভিষেকের খুড়তোতো ভাই-বোন। এমনকি তাঁর পিসতোতো বোন অদিতি গায়েনও এর সমর্থনে পোস্ট করছেন। এছাড়াও এই তালিকায় রয়েছেন দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহারা। যদিও তৃণমূল কংগ্রেস দল এই পোস্টগুলিকে অনুমোদন দেয়নি বলেই স্পষ্ট বার্তা দিয়েছেন ফিরহাদ হাকিম।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ জানান, সোশ্যাল মিডিয়াতে ‘এক ব্যক্তি, এক পদ’ প্রচার তৃণমূল কংগ্রেস অনুমোদন দেয় না। তিনি আরও বলছেন যে, সব জায়গায় যে প্রচার করা হচ্ছে তা শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য করা হচ্ছে, এর সঙ্গে দলীয় স্বার্থের কোনও সম্পর্ক নেই। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই পদক্ষেপের কথা ঘোষণা করেছিলেন তখন এর সঙ্গে আরও কিছু লাইন বলেছিলেন তিনি। পরিস্থিতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া এবং তা বদল করার ক্ষমতা তাঁরই রয়েছে। জানান ফিরহাদ। এছাড়াও তিনি আরও একটি বিষয় স্পষ্ট করে দেন যে, দলে কোনও ভুল বোঝাবুঝি নেই।