চার পুরনিগমে সবুজ ঝড়, এখনও খাতা খুলতেই পারল না বিজেপি

চার পুরনিগমে সবুজ ঝড়, এখনও খাতা খুলতেই পারল না বিজেপি

 

কলকাতা: চার পুরনিগমেই সবুজ ঝড়৷ ধারে কাছে নেই বাম-বিজেপি৷ শিলিগুড়ি পুরনিগমে ১১টি ওয়ার্ডে এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। ৩টি ওয়ার্ডে ইতিমধ্যেই জয় পেয়ে গিয়েছে তৃণমূল৷ ৩ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন গৌতম দেব৷ ৩৩ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তিনি৷ ১ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন আরএসপি প্রার্থী বিশ্বজিৎ রায়৷  বিজেপি-র মেয়র পদপ্রার্থী তথা শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ নিজের ওয়ার্ডে পিছিয়ে পড়েছেন। শিলিগুড়ি পুরনিগমের ১৬ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী সুজয় ঘটক। 

আরও পড়ুন- ‘রাজনীতিতে ধৈর্য হারালে পতন হবেই’, বাবুলকে খোঁচা তথগতর, পাল্টা দিলেন তৃণমূল নেতা

এদিকে, বিধাননগরে ৩৬টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল৷ বামেরা এগিয়ে রয়েছে মাত্র একটি ওয়ার্ডে। বিজেপি প্রার্থীরা কোনও ওয়ার্ডেই এগিয়ে আসতে পারেনি৷ অন্যদিকে, আসানসোলে ৫৩টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থীরা, বিজেপি এগিয়ে একটি আসনে। বামেরা কোনও আসনে এগিয়ে নেই। চন্দননগরে ৩২টি ওয়ার্ডের মধ্যে ১৮টিতেই এগিয়ে তৃণমূল৷ বামেরা এগিয়ে একটি ওয়ার্ডে৷ একটি ওয়ার্ডে এগিয়ে রয়েছেন নির্দল প্রার্থী৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *