মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি রাজ্যপালের, নিজেই টুইটে জানালেন ধনকড়

মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি রাজ্যপালের, নিজেই টুইটে জানালেন ধনকড়

কলকাতা: বিতর্কের মধ্যেই এবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে রাজভবনে আসার অনুরোধ জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ আগামী সপ্তাহের মধ্যে সুবিধা মতো সময়ে মুখ্যমন্ত্রী যেন তাঁর সঙ্গে দেখা করেন৷ অনুরোধ জানিয়েছেন রাজ্যপাল৷ মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার কথা নিজেই টুইট করে জানিয়েছেন ধনকড়৷ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে সেই চিঠিও৷ 

আরও পড়ুন- ‘কোচবিহারবাসীর মুক্তির জন্য লড়াই করে যাব’, নিশীথ মন্তব্যে বিতর্কের ঝড়

চিঠিতে ঠিক কী লিখেছেন রাজ্যপাল? চিঠিতে রাজ্যপাল লিখেছেন, বৈধ বিষয়ে বারবার  প্রশ্ন তোলা হলেও, তার জবাব মেলেনি৷ সরকার কোনও তথ্য জানায়নি৷ এই ধরনের পরিস্থিতিতে সাংবিধানিক অচলাবস্থা তৈরি হতে পারে৷ বেশ কিছু উদ্বেগজনক বিষয় নিয়ে অবিলম্বে আলোচনার প্রয়োজন রয়েছে৷ রাজ্যের সাংবিধানিক ও প্রশাসনিক প্রধান যদি কথা বলেন, তাহলে সেই সকল সমস্যা এড়িয়ে যাওয়া সম্ভব হবে৷ তিনি এটাও উল্লেখ করেছেন যে, মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে কথোপকথন গণতন্ত্রের জন্যে অপরিহার্য৷ এটা সাংবিধানিক শাসনের অবিচ্ছেদ্য অংশ৷ 

যে প্রেক্ষাপটে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর কাছে এই চিঠি লিখছেন ও টুইটে সেটা জানিয়েছেন, তা খুবই তাৎপর্যপূর্ণ৷ কারণ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে রাজ্যপালকে ব্লক করে দিয়েছেন৷ শীঘ্রই অবিজেপি রাজ্যগুলির সঙ্গে রাজ্যপাল নিয়ে একটা বৈঠক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে৷ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন সেকথা টুইট করেও জানিয়েছেন৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ফোনালাপের কথাও প্রকাশ্যে এসেছে৷ এমনকী রাজ্যের শাসকদলের  তরফে দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতির কাথে রাজ্যপালের নামে নালিশ জানিয়েছেন৷ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় রাজ্যপালের অপসারণের আর্জি জানিয়েছেন সাংসদ সৌগত রায়৷ এই পরিস্থিতিতে রাজ্যপাল সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখছেন এবং তাঁর সঙ্গে সাক্ষাৎ করে সমস্যা সামাধানের ইচ্ছা প্রকাশ করেছেন,যা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷