কোচবিহার: ফের বিতর্কে নিশীথ প্রামাণিক৷ কোচবিহারবাসীর মুক্তির কথা বলে চর্চায় কেন্দ্রীয় মন্ত্রী৷ চিলা রায়ের ৫১২তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানমঞ্চে উঠে নিশিথ বলেন, “কোচবিহারবাসীর মুক্তির জন্য লড়াই করে যাব”৷ তাঁর এই মন্তব্যেই বিতর্কের ঝড় উঠেছে৷ কোন মুক্তির কথা বলতে চাইছেন নিশীথ? প্রশ্ন উঠতে শুরু করেছে৷ এদিকে নিশীথের মন্তব্যে তীব্র নিন্দা জানিয়েছে শাসক দল৷ তৃণমূল নেতা তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “উস্কানিমূলক মন্তব্য করে বিজেপি’র মন্ত্রী এবং বিধায়করা শান্তিভঙ্গের চেষ্টা করছেন।”
আরও পড়ুন- কোভিড রোগীরা বাড়িতে চিকিৎসা করালে খরচ দেবে রাজ্য! কারা পাবেন সুবিধা
এদিন ঠিক কী বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী? নিশীথ প্রামাণিক বলেন, “উত্তরবঙ্গবাসী, বৃহত্তর কোচবিহারবাসীর মুক্তির জন্য লড়াই করে যাব। অনন্ত মহারাজের দেখানো পথ ধরেই লড়াই চালিয়ে যাব।” এখানেই শেষ নয়৷ পুরনো ঘটনার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “মন্ত্রী হয়ে ফেরার সময় আমার সঙ্গে থাকা চারশোর বেশি নারায়ণীসেনাকে গ্রেফতার করে অকথ্য অত্যাচার করা হয়েছিল। সেই কথা কোনওদিন ভোলা যাবে না৷ অনন্ত মহারাজ নিজের মায়ের শেষকৃত্যেও আসতে পারেননি। এই বিষয়গুলি ভুলে গেলে চলবে না।”
উল্লেখ্য, বুধবার কোচবিহার ২ নম্বর ব্লকের বানেশ্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিদ্ধেশ্বরী এলাকায় অনন্ত মহারাজ গোষ্ঠীর ডাকে চিলা রায়ের ৫১২ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। আয়োজন ছিল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন৷ এদিন একই সুর শোনা যায় বিজেপি’র অন্যান্য নেতাদের গলাতেও৷ শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মন বলেন, “সার্বিক উন্নয়নের স্বার্থে কোচবিহারকে আলাদা রাজ্য করতে হবে। আলাদা উত্তরবঙ্গ রাজ্য চাই।” আবার তুফানগঞ্জ কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা জেলা বিজেপি সভাপতি মালতী রাভার বক্তব্য, “ কোচবিহার, উত্তরবঙ্গকে যে ভাবে আলাদা রাজ্য হিসাবে চাওয়া হচ্ছে, তেমনই বলছি বীর চিলা রায়ের জীবনীকে রাজ্যের পাঠ্যপুস্তকে যেন অন্তর্ভুক্ত করা হয়।”
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>